Sunday, May 18, 2025

মানসিক অবসাদের কাছে শেষ পর্যন্ত হার মানল যুবক। শত চেষ্টা সত্ত্বেও চাকরি না পেয়ে অবসাদে আত্মহত্যার পথ বেছে নিল মেদিনীপুর জেলার দাসপুর থানার সুপা-র বুরালি গ্রামের এক যুবক। কীটনাশক খেয়ে আত্মঘাতী ওই চাকরি প্রার্থী। জানা গিয়েছে, মৃতের নাম তপন দোলই (২৮)। শনিবার বিকেলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ (Medinipur Medical College Hospital) হাসপাতালে তপনের মৃত্যু হয়।

জানা গিয়েছে, তপন ইংরেজিতে এমএ করা ছাড়াও শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে বিএডও (B.Ed) করেছিলেন। এসএসসি চাকরিতে ওয়েটিং লিস্টে নাম ছিল তাঁর। চাকরি নিশ্চিত করতে দালালকে ৫ লক্ষ টাকা দিলেনও লাভের লাভ কিছুই হয়নি। চাকরি তো পানই নি, উল্টে খোয়া গেছে টাকাও। মৃতের দাদা সুকুমারের বিস্ফোরক অভিযোগ, ২০১৭-১৮ সালে চাকরি পাওয়ার জন্য তপন দাবি মেনে বিভিন্ন জায়গা থেকে লোন করে প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছিল। একদিকে চাকরি না পাওয়ার হতাশা এবং অন্যদিকে লোন পরিশোধের চাপ। দুয়ে মিলে চরম মারাত্মক হতাশায় ভুগছিল সে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয় তপন।

এদিকে বিষ খাওয়ার বিষয়টি পরিবারের লোক বুঝতে পেরে তাকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে মেদিনীপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। মেধাবী তপন লেখাপড়ার সঙ্গে সঙ্গেই চাকরির চেষ্টা করছিল। মৃতের দাদার আরও অভিযোগ, ২০১৮ সালে এসএসসির পরে টাকা দিয়েও চাকরি না হওয়ায় কেশপুরের বিশ্বনাথপুরে এক দালালের কাছে গিয়েছিল টাকা উদ্ধার করতে। কিন্তু সেই দালাল টাকা ফেরত তো দেয়নি উল্টে ভাইকে মারতে উদ্যত হয়েছিল। পরে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচে।

Related articles

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...

আন্দোলনের নামে গালিগালাজ! প্রকাশ্যে বিকাশ ভবনে আটকে থাকা ২ মহিলা কর্মীর বিস্ফোরক পোস্ট

আন্দোলনের নামে বৃহস্পতিবার বিকাশ ভবনকে ঘিরে যে হিংস্রতা, বর্বরতা, অসভ্যতা এবং ভাঙচুর-হামলার ঘটনা ঘটেছে তা দেখেছেন বাংলার মানুষ৷...

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে লাগাম! পোশাক থেকে চিপস – জারি নির্দেশিকা

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে ব্যাপক লাগাম টানল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় (Ministry of Commerce and Industry)। পোষাক...

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল এডুকেশন ইন্টারফেস ২০২৫

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ তৈরিতে পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ও ক্যারিয়ার মেলা শুরু হল কলকাতায়। ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ারের উদ্যোগে...
Exit mobile version