Friday, August 22, 2025

মানসিক অবসাদের কাছে শেষ পর্যন্ত হার মানল যুবক। শত চেষ্টা সত্ত্বেও চাকরি না পেয়ে অবসাদে আত্মহত্যার পথ বেছে নিল মেদিনীপুর জেলার দাসপুর থানার সুপা-র বুরালি গ্রামের এক যুবক। কীটনাশক খেয়ে আত্মঘাতী ওই চাকরি প্রার্থী। জানা গিয়েছে, মৃতের নাম তপন দোলই (২৮)। শনিবার বিকেলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ (Medinipur Medical College Hospital) হাসপাতালে তপনের মৃত্যু হয়।

জানা গিয়েছে, তপন ইংরেজিতে এমএ করা ছাড়াও শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে বিএডও (B.Ed) করেছিলেন। এসএসসি চাকরিতে ওয়েটিং লিস্টে নাম ছিল তাঁর। চাকরি নিশ্চিত করতে দালালকে ৫ লক্ষ টাকা দিলেনও লাভের লাভ কিছুই হয়নি। চাকরি তো পানই নি, উল্টে খোয়া গেছে টাকাও। মৃতের দাদা সুকুমারের বিস্ফোরক অভিযোগ, ২০১৭-১৮ সালে চাকরি পাওয়ার জন্য তপন দাবি মেনে বিভিন্ন জায়গা থেকে লোন করে প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছিল। একদিকে চাকরি না পাওয়ার হতাশা এবং অন্যদিকে লোন পরিশোধের চাপ। দুয়ে মিলে চরম মারাত্মক হতাশায় ভুগছিল সে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয় তপন।

এদিকে বিষ খাওয়ার বিষয়টি পরিবারের লোক বুঝতে পেরে তাকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে মেদিনীপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। মেধাবী তপন লেখাপড়ার সঙ্গে সঙ্গেই চাকরির চেষ্টা করছিল। মৃতের দাদার আরও অভিযোগ, ২০১৮ সালে এসএসসির পরে টাকা দিয়েও চাকরি না হওয়ায় কেশপুরের বিশ্বনাথপুরে এক দালালের কাছে গিয়েছিল টাকা উদ্ধার করতে। কিন্তু সেই দালাল টাকা ফেরত তো দেয়নি উল্টে ভাইকে মারতে উদ্যত হয়েছিল। পরে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচে।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version