Tuesday, August 26, 2025

আজ প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে ব্রাজিল, চোট সারিয়ে কোরিয়া ম্যাচে খেলবেন নেইমার

Date:

বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে আজ নামছে ব্রাজিল। শেষ ষোলোয় ব্রাজিলের সামনে দক্ষিণ কোরিয়া। স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস এবং লেফট ব্যাক অ্যালেক্স টেলেস ছিটকে গেলেও ব্রাজিলকে স্বস্তি দিয়েছে দলের প্রাণভোমরা নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র গোড়ালির চোট সারিয়ে অনুশীলনে ফেরায়। সোমবার রাতে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের সামনে দক্ষিণ কোরিয়া। নক আউট রাউন্ডের এই ম্যাচে খেলবেন নেইমার। রবিবার সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন কোচ তিতে। তার আগে সোশ্যাল মিডিয়ায় অনুশীলনে নামার ছবি পোস্ট করে নেইমার লিখেন, ‘‘আমি এখন বেশ ভাল অনুভব করছি। জানতাম যে এখন ফিরতে পারব।’’

শনিবার রাস আবু আবাউদের ৯৭৪ স্টেডিয়ামে নেইমার-ম্যাজিক দেখার আশায় তাঁর ভক্তরা। কিন্তু নেইমার কি সম্পূর্ণ ম্যাচ ফিট? ব্রাজিলীয় তারকা ইনস্টাগ্রামে শনিবারের অনুশীলনের যে ভিডিও পোস্ট করেছেন তাতে অবশ্য কোনও ভাবেই অস্বস্তিবোধ করতে দেখা যায়নি। বরং বেশ সাবলীলভাবেই বল নিয়ে দৌড়েছেন, ড্রিবল করেছেন, সতীর্থদের বোকা বানিয়ে গোল করেছেন। সার্বিয়ার বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে গোড়ালিতে মারাত্মক চোট পেয়েছিলেন নেইমার। কিন্তু যাবতীয় শঙ্কা দূর করে ট্রেনিংয়ে ফিরেছেন। স্বস্তি পেয়েছে দল।

জোড়া গোলে সার্বিয়া ম্যাচের নায়ক রিচার্লিসন বলেছেন, ‘‘নেইমার ফিরে আসায় আমাদের পুরো দলের পারফরম্যান্সের উন্নতি ঘটবে। সকলে দেখেছে, শেষ দু’টি ম্যাচে আমরা ওকে কতটা মিস করেছি।’’

এশিয়ান জায়ান্ট কোরিয়াকে নিয়ে সতর্ক ব্রাজিল শিবির। এই বছর জুনেই সিওলে ফিফা ফ্রেন্ডলিতে মুখোমুখি হয়েছিল দুই দল। ব্রাজিল ৫-১ গোলে ম্যাচটা জিতেছিল। নেইমার জোড়া গোল করেছিলেন। কিন্তু বিশ্বকাপ যে আলাদা, তা কাতারে এশিয়া, আফ্রিকার দলগুলি দেখিয়ে দিচ্ছে। দলকে সতর্ক করে রিচার্লিসন বলেছেন, ‘‘কোরিয়া শক্তিশালী এবং আক্রমণাত্মক দল। আমাদের ভুল করা চলবে না।’’

আরও পড়ুন:প্রি-কোয়ার্টার ফাইনালে আজ জাপানের মুখোমুখি ক্রোয়েশিয়া

 

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version