Wednesday, November 12, 2025

আজ প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে ব্রাজিল, চোট সারিয়ে কোরিয়া ম্যাচে খেলবেন নেইমার

Date:

বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে আজ নামছে ব্রাজিল। শেষ ষোলোয় ব্রাজিলের সামনে দক্ষিণ কোরিয়া। স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস এবং লেফট ব্যাক অ্যালেক্স টেলেস ছিটকে গেলেও ব্রাজিলকে স্বস্তি দিয়েছে দলের প্রাণভোমরা নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র গোড়ালির চোট সারিয়ে অনুশীলনে ফেরায়। সোমবার রাতে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের সামনে দক্ষিণ কোরিয়া। নক আউট রাউন্ডের এই ম্যাচে খেলবেন নেইমার। রবিবার সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন কোচ তিতে। তার আগে সোশ্যাল মিডিয়ায় অনুশীলনে নামার ছবি পোস্ট করে নেইমার লিখেন, ‘‘আমি এখন বেশ ভাল অনুভব করছি। জানতাম যে এখন ফিরতে পারব।’’

শনিবার রাস আবু আবাউদের ৯৭৪ স্টেডিয়ামে নেইমার-ম্যাজিক দেখার আশায় তাঁর ভক্তরা। কিন্তু নেইমার কি সম্পূর্ণ ম্যাচ ফিট? ব্রাজিলীয় তারকা ইনস্টাগ্রামে শনিবারের অনুশীলনের যে ভিডিও পোস্ট করেছেন তাতে অবশ্য কোনও ভাবেই অস্বস্তিবোধ করতে দেখা যায়নি। বরং বেশ সাবলীলভাবেই বল নিয়ে দৌড়েছেন, ড্রিবল করেছেন, সতীর্থদের বোকা বানিয়ে গোল করেছেন। সার্বিয়ার বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে গোড়ালিতে মারাত্মক চোট পেয়েছিলেন নেইমার। কিন্তু যাবতীয় শঙ্কা দূর করে ট্রেনিংয়ে ফিরেছেন। স্বস্তি পেয়েছে দল।

জোড়া গোলে সার্বিয়া ম্যাচের নায়ক রিচার্লিসন বলেছেন, ‘‘নেইমার ফিরে আসায় আমাদের পুরো দলের পারফরম্যান্সের উন্নতি ঘটবে। সকলে দেখেছে, শেষ দু’টি ম্যাচে আমরা ওকে কতটা মিস করেছি।’’

এশিয়ান জায়ান্ট কোরিয়াকে নিয়ে সতর্ক ব্রাজিল শিবির। এই বছর জুনেই সিওলে ফিফা ফ্রেন্ডলিতে মুখোমুখি হয়েছিল দুই দল। ব্রাজিল ৫-১ গোলে ম্যাচটা জিতেছিল। নেইমার জোড়া গোল করেছিলেন। কিন্তু বিশ্বকাপ যে আলাদা, তা কাতারে এশিয়া, আফ্রিকার দলগুলি দেখিয়ে দিচ্ছে। দলকে সতর্ক করে রিচার্লিসন বলেছেন, ‘‘কোরিয়া শক্তিশালী এবং আক্রমণাত্মক দল। আমাদের ভুল করা চলবে না।’’

আরও পড়ুন:প্রি-কোয়ার্টার ফাইনালে আজ জাপানের মুখোমুখি ক্রোয়েশিয়া

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version