পুরীর কাছে ভূমিকম্প! কেঁপে উঠল বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা

সোমবার সাতসকালেই বঙ্গোপসাগরের নীচে পুরীর কাছে ভূমিকম্প! এই ভূমিকম্পের ফলে ঢাকা ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি(NCS)-এর তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা ৩২মিনিটে বঙ্গোপসাগরে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.২। সমুদ্রপৃষ্ঠের ১০ কিলোমিটার নীচে এই কম্পন অনুভূত হয়।

আরও পড়ুন:কেঁপে উঠল রাজধানী, দিল্লিতে ফের ভূমিকম্প!

সংবাদমাধ্যম সূত্রের খবর, কাল ৯টা ০৫ মিনিটের দিকে এই ভূমিকম্পের ফলে ঢাকা ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত হয়।ঢাকার ৫২৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল।

বাংলাদেশের আবহাওয়া দফতরের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে।যা ভারত্যের একেবারে কাছে। তবে এর জেরে প্রবল জলোচ্ছ্বাসের কোনও খবর পাওয়া যায়নি। সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি।

Previous articleজলপাইগুড়িতে ভিন রাজ্যের গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকার হদিশ, গ্রেফতার ৫
Next articleঅনলাইন গেমের ফাঁদে পা!দেনার দায়ে জর্জরিত হয়ে নিজের মেয়েকে খু*ন করে আত্ম*ঘাতী বাবা