Tuesday, January 20, 2026

অভিষেক যাঁহা খাড়া হোতা হে, শুভেন্দুকা লাইন ওহি সে শুরু হোতা হ্যাঁয়: খোঁচা কুণালের

Date:

Share post:

বলিউড ‘শাহেনশা’ অমিতাভ বচ্চনের বিখ্যাত ডায়ালগ এবার বঙ্গ রাজনীতিতে প্রয়োগ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। পঞ্চায়েত পূর্বে সভা ও পালটা সভায় ‘ডিসেম্বর রাজনীতি’ যখন সরগরম, ঠিক সেই সময় শুভেন্দু অধিকারীকে(Shuvendu Adhikari) একেবারে ফিল্মি কটাক্ষ শানালেন কুণাল। টুইটে লিখলেন, “অভিষেক জাহাঁ খাড়া হোতা হ্যায়, শুভেন্দুকা লাইন ওহি সে শুরু হোতা হ্যায়।”

গত শনিবার কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির ২০০ মিটারের মধ্যে বিশাল জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে তৃণমূলের এই জনসভায় বিপুল জনসমাগম হয়। সভামঞ্চ থেকে একেবারে চাঁচাছোলা ভাষায় শুভেন্দুকে আক্রমণ শানান অভিষেক। সভায় বিপুল জনসমাগম ও ঝাঁঝালো আক্রমণে চাপে পড়ে বিজেপি। ‘শুভেন্দুর পাড়ায়’ তৃণমূলের এত জনসমাগমে শুভেন্দুর উপর চাপ আসে উপরমহল থেকে। অস্তিত্ব সংকটে পড়ে দিল্লির নেতাদের কাছে পরীক্ষা দিতে এরপর পিকে কলেজ ময়দানে জনসভার করার কথা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ ডিসেম্বর কাঁথিতে ওই সভা করতে চান শুভেন্দু। অভিষেকের পথ অনুসরণ করে শুভেন্দুর এই সভার বিষয়টি প্রকাশ্যে আসার পর বলিউডি ছকে শুভেন্দুকে কটাক্ষ করতে দেখা যায় কুণাল ঘোষকে।

অমিতাভ বচ্চনের জনপ্রিয় সিনেমা ‘কালিয়া’ থেকে ডায়ালগ ধার নিয়ে এদিন টুইট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লেখেন, “অভিষেক যাঁহা খাড়া হোতা হে, শুভেন্দুকা লাইন ওহি সে শুরু হোতা হ্যাঁয়। (অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করে কাঁথিতে পিকে কলেজ ময়দানে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী।)” পাশাপাশি লেখেন, “ডিসেম্বর দামাকা: AB-কে অনুসরণ, AB-র বিরোধ, AB-কে নিয়ে স্বপ্ন, AB-কে নিয়েই ব্যস্ততা…”

spot_img

Related articles

লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভোগান্তি নয়! SIR-এর ‘সুপ্রিম’-বিধি মেনে জেলাশাসকদের কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

এসআইআর সংক্রান্ত শুনানি এবং ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে কোনোভাবেই লঙ্ঘিত না হয়, তা নিশ্চিত...

সন্ন্যাসীদেরও রেয়াত নেই! এবার বেলুড় মঠের মহারাজদেরও শুনানিকেন্দ্রে পাঠিয়ে ছাড়ল বিজেপি

রাজ্যের বর্তমান পরিস্থিতিতে নিত্যনতুন নির্দেশের জেরে এবার চূড়ান্ত বিড়ম্বনার মুখে পড়লেন বেলুড় মঠের সন্ন্যাসীরাও। এসআইআর বা ক্ষেত্রীয় তদন্ত...

রিলের নেশায় তুচ্ছ জীবন! বরফে পাতলা শিফন পরে নাচতে গিয়ে বিপত্তি তরুণীর

তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে। চারদিকে পুরু বরফের চাদর। হাড়কাঁপানো সেই ঠান্ডায় যেখানে ভারী পশমের পোশাকেও স্বস্তি নেই, সেখানে...

আশাকর্মীদের সাম্মানিক বেড়েছে আট গুণ, রাজনীতি ভুলে কাজে ফেরার আবেদন চন্দ্রিমার

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে আশাকর্মীদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলল রাজ্য। নূন্যতম ১৫ হাজার টাকা বেতন-সহ একাধিক...