Thursday, May 15, 2025

ভিন রাজ্যের গাড়ি, তল্লাশি চালাতেই টায়ারের ভিতর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকার বান্ডিল!

Date:

Share post:

রাজ্যে পঞ্চায়েত ভোটের সময় যতই এগিয়ে আসছে, ততই উদ্ধার হচ্ছে নগদ। এবার ভিন রাজ্যের একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার বানারহাট থানা এলাকায়। তেলিপাড়া চৌপথিতে তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় এই টাকা।

জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানিয়েছেন, চারচাকা একটি গাড়ির অতিরিক টায়ারের ভিতর থেকে তল্লাশি চালিয়ে ৯৩ লক্ষ ৮৩ হাজার টাকা উদ্ধার হয়। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, বিন্নাগুড়ি ফাঁড়িতে গোপন সূত্রে খবর আসে, ধূপগুড়ি দিক থেকে এশিয়ান হাইওয়ে-৪৮ হয়ে একটি ছোট চারচাকা গাড়িতে বিপুল পরিমাণ টাকা নিয়ে তেলিপাড়ার দিকে আসছে। খবর পাওয়া মাত্র বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ তেলিপাড়ায় নাকা চেকিং শুরু করে। তল্লাশি চালাতে গিয়ে একটি কালো রঙের ছোট গাড়ি আটক করে পুলিশ। গাড়ির যাত্রীদের টাকা পাচারের ব্যাপারে প্রশ্ন করলে, তারা অস্বীকার করে। তবে পুলিশের এড়ায়নি। গাড়িতে থাকা অতিরিক্ত একটি টায়ারের দিকে চোখ যেতেই সন্দেহ হয় পুলিশের। গাড়িটি আটক করে বানারহাট থানায় নিয়ে এসে টায়ার খুলতেই সেখান বিপুল সংখ্যক মোটা টাকার বান্ডিল উদ্ধার হয়। গাড়ির যাত্রীদের গ্রেফতার করে পুলিশ।

রাতে দীর্ঘ সময় চলে টাকা গোনার কাজ। টাকা গুনতে নিয়ে আসা হয় ব্যাংক কর্মীদেরও। নাম্বার প্লেট অনুযায়ী আটক করা গাড়িটি বিহারের পুর্নিয়ার বলে জানা গিয়েছে। গাড়ির গন্তব্য ছিল আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার দিকে। ধৃতদের রাতভর জেরা করে পুলিশ। টাকা কোথায় থেকে আসছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কী কারণে এই বিপুল নগদ পাচার চলছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

spot_img

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...