Monday, August 25, 2025

দীর্ঘদিনের সম্পর্কে সিলমোহর: শতরূপ-পহেলির বিয়ের সাক্ষী বিমান বসু

Date:

দীর্ঘদিনের সম্পর্কে সিলমোহর পড়ল। অবশেষে বিয়ের করলেন সিপিআইএমের (CPIM) যুব নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। পাত্রী কলেজবেলা থেকে পরিচিত পহেলি সাহা (Paheli Saha)। কোনও ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, শুধুমাত্র রেজিস্ট্রি করেই বিয়ে সেরেছেন তাঁরা। আর সেই বিয়ের সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। বিয়ের কার্ডেও প্রজাপতি-ব্রহ্মা নয়, কাস্তে হাতুড়ি, কলকাতার ট্রাম-সহ পাত্র-পাত্রী ছবি দিয়ে বিয়ের কার্ড সাজানো হয়। রবিবার সন্ধেয় রুবি হাসপাতালের কাছে বিষ্ণু বিজলি গার্ডেনে বন্ধুবান্ধব, আত্মীয়, পরিজনদের নিয়ে বসেছিল ছিমছাম আসর।

আরও পড়ুন:প্রকাশ্যে রাম-বামের যোগসূত্র! সোশ্যাল মিডিয়ায় একই সময় একই গ্রাফিক্স ব্যবহার শুভেন্দু-শতরূপের

বাম রাজনীতিতে রাজ্যে অত্যন্ত পরিচিত মুখ শতরূপ ঘোষ। বেশ কয়েকবার নির্বাচনেও দাঁড়িয়েছেন। সুবক্তা হিসেবে খ্যাতি আছে তাঁর। বিভিন্ন সময়ে টিভির অনুষ্ঠানে বিতর্কে সিপিআইএমের অবস্থান স্পষ্ট করতে সরব হতে দেখা যায় তাঁকে। পাত্রীও অবশ্য বাম রাজনীতির সঙ্গে যুক্ত। একসময় আশুতোষ কলেজের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকও ছিলেন। কলেজে পড়ার সময়ই পহেলির সঙ্গে আলাপ শতরূপের। পহেলিকে বিভিন্ন সময় তাঁর পাশে মিছিলে পা মিলাতেও দেখা গিয়েছে। তবে, পেশাগত দিক থেকে পহেলি কলকাতার এক জনপ্রিয় প্রযোজনা সংস্থার প্রধান জনসংযোগ আধিকারিক।

এদিন বিয়ের আসরে বিমান বসু ছাড়াও ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়, বাম নেতা সুজন চক্রবর্তী, রবীন দেব, রূপা বাগচি, তন্ময় ভট্টাচার্য, সিপিআইএম-এর রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত-সহ সিপিআইএম-এর বহু বর্ষীয়ান ও যুব নেতা-নেত্রী। ছিলেন শতরূপ-পহেলির দীর্ঘদিনের বন্ধু অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। এই বিয়েতে নিজেকে বরের ঘরে পিসি, কনের ঘরে মাসি বলেন তিনি। ছিলেন শ্রীলেখা মিত্র,বাদশাহ মৈত্র, সৌরভ পালোধি,বিশ্বনাথ, জ্যাক-সহ বাম রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ টলিউডের অনেকেই। শতরূপের বিয়েতে নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি, আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকি।



সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় শতরূপ। নব প্রজন্মের বাম নেতৃত্বের মতোই সোশ্যাল মিডিয়াকে প্রচারের হাতিয়ার করেন তিনিও। আর সেই মাধ্যমেই গত দুদিন ধরে ঘোরাফেরা করছে তাঁর বিয়ের নানা ছবি। বন্ধু-বান্ধবদের ওয়ালে এবং পেজে বিয়ের টুকরো মুহূর্ত শেয়ার হয়েছে বহুবার।


Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version