Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। অন্যদিকে সেনেগালকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি দুই দল।

২) আজ প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। শেষ আটে যেতে মরিয়া তিতের দল। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে পারেন নেইমার। বললেন ব্রাজিলের কোচ।

৩) শেষ ষোলোর লড়াইয়ে নামার আগে ব্রাজিলের রক্ষণকে দক্ষিণ কোরিয়ার গতি ও প্রতিআক্রমণ থেকে সাবধান করে দিচ্ছেন সে দেশের ফুটবল কিংবদন্তী টোস্টাও। পেলের সঙ্গী হয়ে তিনি নিজে ঘুম কেড়ে নিতেন বিপক্ষের ডিফেন্ডারদের।

৪) দক্ষিণ কোরিয়ার কাছে হারের কাঁটা নিয়েই মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে নামবে পর্তুগাল। ম্যাচের দু’দিন আগে অবশ্য ফুরফুরে মেজাজেই রয়েছেন সি আর সেভেন।

৫) একদিনের সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। ভারতকে ১ উইকেটে হারিয়ে দিল তারা। বল হাতে শাকিব আল হাসান ৫ উইকেট নিয়ে রোহিত শর্মা, বিরাট কোহলিদের রান করতে দেননি।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Previous articleআজ দিল্লি যাচ্ছেন মমতা
Next articleদীর্ঘদিনের সম্পর্কে সিলমোহর: শতরূপ-পহেলির বিয়ের সাক্ষী বিমান বসু