Tuesday, August 26, 2025

পুষ্করের ব্রহ্মা মন্দিরে আরতি, পুরহিতদের উপহার দিলেন মমতা

Date:

মণীশ কীর্তনিয়া, রাজস্থান

চারদিনে সফরে মঙ্গলবার আজমেঢ় শরিফ ও পুষ্করের ব্রহ্মা মন্দির দর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay)। এই সফরসূচি কলকাতা থেকে যাওয়ার আগেই জানিয়েছিলেন মমতা। সেইমতো এদিন দুপুরে রাজস্থানের (Rajasthan) আজমেঢ় হয়ে তৃণমূল (TMC) সুপ্রিমো যান পুষ্করের (Puskar Bramha Temple) ব্রহ্মা মন্দিরে। দেশের মধ্যে একমাত্র ব্রহ্মা মন্দির রয়েছে সেখান।

মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি আরতিও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোহিতের শাল-চাদর উপহার দেন বাংলার মুখ্যমন্ত্রী। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় মন্দিরের বিগ্রহের একটি ছবি। একইসঙ্গে আশীর্বাদী মালা পরিয়ে দেন পুরোহিতরা। বেশ কিছুক্ষণ সেখানে কাটিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেব মমতা।

সোমবারই দিল্লি পৌঁছেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো। যোগ দেন জি-২০ প্রস্তুতি বৈঠকে। আগেই জানিয়েছিলেন, তিনি আজমেঢ় ও পুষ্কর যাবেন। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি যখন রেলমন্ত্রী ছিলাম, তখন এই ২টি প্রোজেক্ট পাশ করিয়েছিলাম। আমার দিকে আঙুল তোলা হয়েছিল। বলা হয়েছিল, এটা সাম্প্রদায়িক পদক্ষেপ। কিন্তু হিন্দু এবং মুসলিম সম্প্রীতির উদাহরণ ছিল এই প্রোজেক্ট। এটা আমার স্বপ্নের প্রোজেক্ট।”

পুষ্কর থেকেই দিল্লিতে ফিরছেন মমতা। বুধবার দলের সাংসদদের সঙ্গে তাঁর বৈঠক আছে তৃণমূল সাংসদ সৌগত রায়ের বাসভবনে।

 

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version