Thursday, August 28, 2025

দলের পুরনো কর্মীরা ভালো নেই: ফেসবুক পোস্ট রবীন্দ্রনাথের, ‘বিলম্বিত বোধোদয়’, পাল্টা পার্থ

Date:

“দলের পুরনো কর্মীরা ভালো নেই।” সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক পোস্ট করে জল্পনা বাড়ালেন রাজ্যে প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল(TMC) নেতা রবীন্দ্রনাথ ঘোষ(Rabindranath Ghosh)। তাঁর এহেন পোস্ট প্রকাশ্যে আসার পর রাজ্য রাজনীতিতে(politics) শুরু হয়েছে গুঞ্জন। এদিকে রবীন্দ্রনাথের পোস্টের পরই পাল্টা একটি পোস্ট করেন প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়(Parthapratim Roy। যেখানে তিনি লেখেন ‘বিলম্বিত বোধোদয়’। সঙ্গে সংযোজন, “ক্রিকেট বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপ”।

প্রাক্তন বিধায়ক প্রাক্তন মন্ত্রী হওয়ার পাশাপাশি দীর্ঘ ২২ বছর কোচবিহারের জেলা সভাপতির দায়িত্বে ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। তবে ২০১৯ এর লোকসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলাফলের পর তাঁকে সরিয়ে দেওয়া হয় পদ থেকে। বর্তমানে দলের কাউন্সিলর ও পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। খর্ব হয়েছে তাঁর অতীতের ক্ষমতা। এই পরিস্থিতিতে রবীন্দ্রনাথের এই পোস্ট বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও নিজের পোস্ট নিয়ে একেবারেই জলঘোলা করতে চান না রবি। তাঁর দাবি সোশ্যাল মিডিয়া ব্যক্তিগত মত প্রকাশের জায়গা, আমি পোস্ট করতেই পারি। কোন রাজনৈতিক দলের জন্য এটা পোস্ট করেছি তার কোন মানে নেই।

তবে জল্পনা আরো বাড়ে যখন রবীন্দ্রনাথের সেই সোশ্যাল মিডিয়া পোস্টের পর জেলার প্রাক্তন অস্থায়ী সভাপতি পার্থপ্রতিম রায় একটি পোস্ট করেন । যেখানে তিনি লেখেন, “বিলম্বিত বোধদয়। ‘ক্রিকেট বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপ।” পার্থপ্রতিমও অবশ্য জানান, সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টের সঙ্গে রাজনীতির কোন যোগ নেই। তবে একটা সময় পার্থপ্রতিম ও রবীন্দ্রনাথের বেশ সুসম্পর্ক ছিল বর্তমানে তাদের সম্পর্ক অবশ্য সাপে-নেউলে। এই পরিস্থিতিতে পোস্ট ও পাল্টা পোস্ট স্বাভাবিকভাবেই কোচবিহার রাজনীতির পারদ বাড়িয়ে তুলেছে।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version