Thursday, November 6, 2025

রবীন্দ্রভারতীর সংরক্ষিত হেরিটেজ ভবনে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ও বিটি রোড ক্যাম্পাস পরিদর্শনে এল কলকাতা পুরসভার হেরিটেজ কনজারভেশন কমিটি। মঙ্গলবার পর্যবেক্ষণে আসেন ওই কমিটির সদস্যরা। যে ঘরগুলোতে বিশ্ববিদ্যালয়ের  কর্মচারী সংগঠন তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি নতুন নির্মাণ করেছিল সেগুলো ঘুরে দেখেন তাঁরা। পরে তাঁরা জানিয়েছেন, জোড়াসাঁকো ক্যাম্পাসে ঘরগুলোর আমূল পরিবর্তন করা হয়েছে। ঘরের রং, মেঝের উচ্চতা বাড়ানো, দরজার মাপ ছোট করা হয়েছে। বিটি রোড ক্যাম্পাসেও একটি অবৈধ নির্মাণ হয়েছে। সম্পূর্ণ রিপোর্ট হাইকোর্টে পেশ করা হবে।

অন্যদিকে রবীন্দ্রভারতীর উপাচার্য সব্যসাচী বসুরায়চৌধুরী এদিন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়কে অন্ধকারে রেখে, না জানিয়ে ওই পরিবর্তন ও নির্মাণ করা হয়েছিল। রিপোর্ট পাওয়ার পর হাইকোর্ট যা নির্দেশ দেবে, সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করবে।

উল্লেখ্য, শুধু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় নয়, এর আগে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে কর্মচারী সংগঠন, কখনও বা ছাত্র সংগঠনের ঘর দখল করার অভিযোগ উঠেছে। এবার সেই ঘটনার অভিযোগ সংরক্ষিত হেরিটেজ ভবনেও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে ওই কর্মচারী সমিতির দ্বন্দ্বও দেখা দেয়। যা নিয়ে সরগরম হয় শিক্ষা ও রাজনৈতিক মহল। মামলা হয় কলকাতা হাইকোর্টে ।

Related articles

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...
Exit mobile version