Sunday, May 11, 2025

আজ প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে পর্তুগাল, রোনাল্ডোদের সামনে সুইসরা

Date:

আজ বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে পর্তুগাল। প্রতিপক্ষ সুইজারল্যান্ড। লিওনেল মেসি বিশ্বকাপের নক-আউটে ব্যক্তিগত গোল-খরা কাটিয়েছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি পারবেন? এটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন।অবিশ্বাস্য হলেও সত্যি। আম্তর্জাতিক ফুটবলে ১১৮টি গোলের মালিক রোনাল্ডো বিশ্বকাপের নক-আউট পর্বে আজ পর্যন্ত গোল করতে পারেননি! যে আটটি বিশ্বকাপ গোল তাঁর নামের পাশে রয়েছে, তার প্রত্যেকটিই এসেছে গ্রুপ পর্বে। এই পরিস্থিতিতে মঙ্গলবার সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ। শাপমুক্ত হতে সুইসদেরই বেছে নেবেন সিআর সেভেন! কারণ এটাই তাঁর শেষ বিশ্বকাপ।

এদিকে যাঁকে  নিয়ে এত আলোচনা, সেই রোনাল্ডো অবশ্য মেজাজেই রয়েছেন। রবিবার বান্ধবী জর্জিনা ও বোন কাতিয়ার সঙ্গে কাতার ঘুরতে বেরিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। যা নিয়ে মৃদু সমালোচনাও হচ্ছে। যদিও তাতে পাত্তা দিচ্ছেন রোনাল্ডো। বরং সুইজারল্যান্ড ম্যাচের আগে প্র্যাকটিসে ফুরফুরে মেজাজে দেখা গেল তাঁকে। রোনাল্ডোর সতীর্থ উইলিয়াম কার্ভালহোও জানিয়ে রাখছেন, দল ঐক্যবদ্ধ। পর্তুগিজ মিডফিল্ডারের বক্তব্য, ‘‘আমাদের লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল। লক্ষ্যপূরণের জন্য গোটা দল এককাট্টা হয়েই লড়াই করছে।’’

পাল্টা তাল ঠুকছে সুইজারল্যান্ডও। সুইস তারকা জারদান শাকিরি ফুটবল দুনিয়ায় পরিচিত ‘আল্পসের মেসি’ নামে। তিনি বলছেন, ‘‘আমাদের কাছে এটা আরও একটা ম্যাচ। পর্তুগাল ভাল দল। কাপ জেতার অন্যতম দাবিদার। এই ম্যাচেও সবাই ওদের এগিয়ে রাখছে। ফলে ওরাই চাপে থাকবে। আমরা খোলা মনে খেলব।’’ শাকিরির সংযোজন, ‘‘আমাদের দলে কোনও রোনাল্ডো নেই। আমরা ব্যক্তি নয়, দলগত ফুটবলে বিশ্বাসী। পর্তুগাল ম্যাচটাও সেভাবেই খেলব।’’ বলছেন বটে, তবে কাজটা সহজ হবে না। কারণ তাঁদের বিপক্ষে রোনাল্ডোর মতো কেউ আছেন। যিনি একাই একশো।

 

Related articles

কাশ্মীর: ট্রাম্পের মধ্যস্থতা চায় না ভারত, বাণিজ্য নিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট!

একবার দু'পক্ষের সঙ্গে কথা বলে সংঘর্ষ বিরতির চেষ্টা করলেও বারবার তাঁকে এ বিষয়ে নাক গলাতে দেওয়া হবে না।...

জঙ্গিদের শেষকৃত্যই প্রমাণ কারা মদত দিচ্ছে! নাম না করে পাকিস্তানকে তীব্র আক্রমণ সেনা আধিকারিকদের

অপারেশন সিন্দুর-এ পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। ১০০ জন জঙ্গি নিকেশ হয়েছে।...

বিরাটের সিদ্ধান্তের পিছনে গম্ভীরের হাত? হৈচৈ ক্রিকেটমহলে

রোহিত শর্মার(Rohit Sharma) অবসর নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছেন বিরাট কোহলি(Virat Kohli)। হঠাত্ করেই শোনাযাচ্ছে...

সব জেলায় তিন মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ রাখার নির্দেশ মুখ্যসচিবের, জরুরি বৈঠক স্বাস্থ্যসচিবেরও

ভারত-পাক সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতিতে রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে রাজ্য সরকার (State Government)। সমস্ত জেলায় আগামী তিন মাস— *জুন,...
Exit mobile version