আদালতের নির্দেশে মেনেই এগোবে রাজ্য। মঙ্গলবার, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে ফের একবার সরকারের অবস্থান স্পষ্ট করে করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এদিন প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত একটি মামলায় বেআইনি ভাবে আরও ৪০ জনের নিয়োগের কথা স্বীকার করে নিয়েছে পর্ষদ। তারপরই রোল নম্বর-সহ তাঁদের নাম পর্ষদের ওয়েবসাইটে (Web Site) আপলোড করার নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। শুধু নামই নয়, সেই সঙ্গে তাঁদের অরিজিনাল OMR শিটের কপিও আপলোড করার নির্দেশ দেন তিনি।

এদিনই আরও একটি মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করার হুঁশিয়ারি দেন। সেই প্যানেলে মোট ৪২ হাজার ৫০০ শিক্ষকের নাম ছিল। যাঁদের বেশির ভাগই এর মধ্যে নিয়োগ পেয়ে গিয়েছেন। এই প্রসঙ্গেই শিক্ষামন্ত্রী বলেন, যেভাবে আদালত বলবে, সেই ভাবেই এগোবে রাজ্য।

আরও পড়ুন- FIFA WC 2022 : মেসি-এমবাপেতে মজেছে কাতার বিশ্বকাপ !
