Friday, December 19, 2025

সংহতি দিবসে বিজেপি ও সংঘের ‘ধর্মান্ধতার’ বিরুদ্ধে আপসহীন লড়াইয়ের ডাক তৃণমূলের

Date:

Share post:

নিজের ধর্ম নিজে পালন কর, কিন্তু সম্মান জানাও অন্য ধর্মকেও। মানুষকে ভালোবাসো, অশ্রদ্ধা করো না। মঙ্গলবার এই বার্তাই ছড়িয়ে দেওয়া হল ময়দানে গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের(TMC) সভামঞ্চ থেকে। তৃণমূলের সংখ্যালঘু সেলের ডাকে এদিন পালন করা হয় সংহতি দিবস। আপসহীন লড়াইয়ের ডাক দেওয়া হয় বিজেপি(BJP) তথা গোটা সঙ্ঘ পরিবারের ধর্মান্ধতার বিরুদ্ধে।

 

৩০ বছর আগে ১৯৯২ সালে এই ৬ ডিসেম্বরই গেরুয়া শিবিরের প্রত্যক্ষ মদতে ধর্মান্ধদের হাতে ধ্বংস হয়েছিল অযোধ্যার বিতর্কিত ধর্মীয় কাঠামো। এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল ধর্মনিরপেক্ষতা এবং সম্প্রীতির পরিবেশ। লক্ষ্যণীয়, এই ৬ ডিসেম্বরই ভারতের সংবিধানপ্রণেতা বাবাসাহেব ড. ভী আর আম্বেদকরের প্রয়াণ দিবস। এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর ভাষণে আগাগোড়াই ছিলেন বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক। তাঁর কথায়, বিজেপির বিরুদ্ধে গর্জে উঠতে হবে সবাইকে। আগামী দিনে এই নামে আর কোনও দলের অস্তিত্বই থাকবে না। দলের সহ সভাপতি তথা বিধানসভায় ডেপুটি চিফ হুইপ তাপস রায় বলেন, ৩০ বছর ধরে সংবিধানকে ধ্বংস করার চক্রান্ত চালাচ্ছে বিজেপি। ধ্বংস করছে শিক্ষা-সংস্কৃতিকে। এর বিরুদ্ধেই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তীব্র লড়াই চলছে।

দেশের সংহতি এবং সাংবিধানিক অধিকার রক্ষার শপথ নিতেই আয়োজন করা হয় এদিনের সভা। স্বল্প সময়ের প্রস্তুতিতে দলের নেতা-কর্মী-সমর্থক মিলিয়ে সভায় জনসমাবেশ ছিল লক্ষ্য করার মতো। বেলা ১১ টা থেকেই আছড়ে পড়ে জনস্রোত। মঞ্চে দলীয় নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ,জৈন,শিখ ধর্মগুরুরা। বিভেদকামীদের বিরুদ্ধে তাঁরা সতর্ক করে দেন মানুষকে। দেশের ধর্মনিরপেক্ষতার আদর্শে আঘাত হানার জন্য বিজেপিকে কাঠগড়ায় তোলেন ৩ মন্ত্রী অরূপ বিশ্বাস, গোলাম রব্বানি, মলয় ঘটক, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষ, সহ সভাপতি তাপস রায়, জয়প্রকাশ মজুমদার, মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রধান এদিনের সভার আয়োজক হাজি নুরুল।

সাম্প্রদায়িক সম্প্রীতির তাৎপর্য ব্যাখ্যার পাশাপাশি বিরোধী দলনেতাকেও একহাত নেন কুণাল ঘোষ। তাঁর শ্লেষাত্মক মন্তব্য, এখন সনাতন হিন্দু সেজেছেন। সিবিআই-ইডির হাত থেকে বাঁচতে বিজেপিতে ভিড়ে গিয়ে চেনে বাঁধা কুকুরের মতো ঘেউ ঘেউ করছেন। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন শুভেন্দু। ভুগছেন অভিষেক ফোবিয়ায়। বিজেপির ধর্মান্ধতার বিষ সম্পর্কে সতর্কবার্তা দেন কুণাল। মন্ত্রী মলয় ঘটকের কথায়, সংবিধান স্বীকৃত সকলের সমানাধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে হবে। যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ সুসংহত ভারত গড়ার ডাক দিলেন সংহতি দিবসে। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বিজেপির বিরুদ্ধে সাংবিধানিক অধিকারের অবমাননার অভিযোগ তোলেন। মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র, নির্মল মাঝি এবং বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার।

spot_img

Related articles

বহরমপুরে টানা তিনদিন আটকে রেখে গণধর্ষণ, পুলিশের তৎপরতায় দ্রুত গ্রেফতার ২

বহরমপুরে এক আদিবাসী মহিলার উপর ভয়াবহ নির্যাতনের (Sextual harassments) অভিযোগ। তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি ফাঁকা...

মার্লিন গ্রুপের উদ্যোগে কলকাতায় জাতীয় বধির ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জমকালো উদ্বোধন

শীতের কলকাতায় জমজমাট ক্রিকেট, তবে এই  ক্রিকেট ম্যাচ একটু আলাদা, ২২ গজের নিয়ম এক, কিন্তু যারা খেলতে নেমেছেন...

বাংলায় আবার নিশ্চয়ই মমতার সরকার হবে, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়: সংসদ চত্বরে সরব জয়া

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক সমাজবাদী পার্টির (SP) রাজ্যসভার (RajyaSabha) সাংসদ...

মেসি ইভেন্টের আর্থিক তদন্তে ইডি, শতদ্রুর বাড়িতে পুলিশের হানা

মেসি ইভেন্টে বিশৃঙ্খলা কাণ্ডে তদন্তে ইডি(ED )। শতদ্রু দত্তের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদনের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা।...