Monday, August 25, 2025

আজ বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে স্পেন, মরক্কোকে সমীহ স্প্যানিশ কোচ এনরিকের

Date:

আজ বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে স্পেন। প্রতিপক্ষ মরক্কো। শেষ আটে পৌঁছাতে মরিয়া স্পেন। সাত গোলে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু। পরের দুটো ম্যাচে যথাক্রমে ড্র এবং হার! কাতারে স্প্যানিশদের পারফরম্যান্সের গ্রাফ কি পড়তির দিকে? লুইস এনরিকে অবশ্য একথা মানছেন না।

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে স্পেনের কোচ বলছেন, ‘‘আমাদের প্রতিপক্ষ দারুণ ফুটবল খেলে নক-আউটে উঠে এসেছে। ওদের হারাতে গেলে সেরা ফুটবলই খেলতে হবে।’’ কাগজে-কলমে এগিয়ে থাকলেও, মরক্কো ম্যাচের আগে বাড়তি সতর্কতা স্প্যানিশ শিবিরে। এনরিকে বলছেন, ‘‘মরক্কোকে হালকা ভাবে নেওয়ার প্রশ্নই নেই। ওরা যোগ্য বলেই বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে খেলছে। জাপান ম্যাচে যে ভুল আমরা করেছি, সেই ভুলের পুনরাবৃত্তি এই ম্যাচে করা চলবে না।’’

এবারের বিশ্বকাপের অন্যতম চমক মরক্কো। ক্রোয়েশিয়া, বেলজিয়ামের মতো দলকে টপকে গ্রুপ সেরা হয়ে হয়েছে শেষ ষোলোয় উঠেছে আফ্রিকার এই দেশ। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনও ম্যাচ হারেনি মরক্কো। দলটা কোনও ব্যক্তির উপরে নির্ভরশীল নয়। বরং দলগত ফুটবল খেলে। মরক্কোর এই চমকের পিছনে বড় ভূমিকা রয়েছে কোচ ওয়ালিদ রেগ্রাগুইয়ের। বিশ্বকাপ শুরুর মাত্র মাস তিনেক আগে কোচের দায়িত্ব নিয়েই ভোল পাল্টে দিয়েছেন গোটা দলের। স্পেনের মুখোমুখি হওয়ার আগে ওয়ালিদ বলছেন, ‘‘আমাদের হারানোর কিছু নেই। বরং অনেক কিছু পাওয়ার আছে। স্প্যানিশদের একটা ফুটবল ঐতিহ্য আছে। তবে আমার ছেলেরা কাল মাঠে নেমে নিজেদের উজাড় করে দেবে।’’


 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version