Saturday, August 23, 2025

কাটল না জটিলতা, এবার আমরণ অনশনে (Hunger strike) সামিল হতে চলেছেন কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College)পড়ুয়ারা। বৃহস্পতিবার থেকে এই আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন তাঁরা। মঙ্গলবার গভীর রাতে ঘেরাও তুলে নেন আন্দোলনরত পড়ুয়ারা। যদিও ঘেরাও তোলা হলেও তাঁরা কিন্তু আন্দোলনের পথ থেকে সরে যাচ্ছেন না বলে আগেই জানিয়েছিলেন। পড়ুয়ারা (Medical Students)বলছেন, বুধবার ৭ ডিসেম্বর দুপুর দুটো পর্যন্ত কর্তৃপক্ষকে সময় দেওয়া হয়েছিল । তাঁদের দাবি ছিল আগামী ২২ ডিসেম্বর কলেজের ছাত্র সংসদের নির্বাচনের বিধি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (Standard Operating Procedures) ঘোষণা করতে হবে। সেইমতো আজ বুধবার দুপুরে তাঁরা অধ্যক্ষের (Principal)ঘরে গেলে সেখানে কেউ ছিলেন না বলে অভিযোগ। এমনকি এমএসভিপি – এর সঙ্গেও দেখা করতে পারেন নি তাঁরা। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা এবং স্পষ্ট ভাবে জানিয়ে দেন যে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই আমরণ অনশনে (Hunger strike) বসতে চলেছেন তাঁরা।

উল্লেখ্য গত সোমবার বিকেলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ (Medical College Authority)আপাতত নির্বাচন হচ্ছে না বলে জানিয়ে দেন। এরপরেই পূর্ব নির্ধারিত ২২ ডিসেম্বর নির্বাচন চেয়ে পড়ুয়ারা কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং বিভিন্ন বিভাগীয় প্রধানদের ঘেরাও করেন। সাময়িকভাবে হাসপাতালের পরিষেবা প্রদান কিছুটা বাধাপ্রাপ্ত হলেও তা সামলে নেওয়া হয়ে বলে জানান হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডা: সুদীপ্ত রায়। মঙ্গলবার বিকেলে নার্সিং সুপার এবং ৩ জন শিক্ষিকাকে ছেড়ে দিলেও বাকিদের প্রশাসনিক ব্লকে আটকে রাখার অভিযোগ উঠেছিল পড়ুয়াদের বিরুদ্ধে। কিন্তু মঙ্গলবার গভীর রাতে ওই ব্লকের গেট খুলে দেওয়া হয়। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ-সহ বিভাগীয় প্রধানকে ছেড়ে দেন তাঁরা। বুধবার সকাল থেকেই বিভাগীয় প্রধানরা পুনরায় রোগী দেখা শুরু করেন। তবে তাঁরা আশঙ্কা প্রকাশ করে জানান, আন্দোলনকারীরা আমরণ অনশনে বসলে হাসপাতালের চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামিকাল পরিস্থিতি ঠিক কোন দিকে এগোয় এখন সেটাই দেখার।

 

Related articles

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...
Exit mobile version