Friday, August 22, 2025

বাংলার লাগাতার দাবি! অবশেষে ১০০ দিনের কাজে টাকা দেওয়ার আশ্বাস কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর

Date:

তবে কী সব জট কেটে রাজ্য পেতে চলেছে ১০০ দিনের কাজের টাকা? বুধবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে (Pradip Majumder) এমনটাই আশ্বাস দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী ফোন করে ১০০ দিনের কাজে রাজ্যের দ্রুত টাকা পাওয়ার কথা ঘোষণা করেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী ফোন করে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে (Panchayat Minister) বলেন আপনারা ১০০ দিনের কাজের টাকা পেয়ে যাবেন। আমি আপনাদের আশ্বস্ত করছি।

এছাড়াও গিরিরাজ সিং আরও জানান, আমরা আশা করি আপনারা খুব ভালো কাজ করবেন। প্রসঙ্গত ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রের থেকে এখনো পাইনি রাজ্য। গত ডিসেম্বর মাস থেকেই ১০০ দিনের কাজ প্রকল্পের টাকা বন্ধ রেখেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। তাই ১০০ দিনের কাজের যাবতীয় খুঁটিনাটি খতিয়ে দেখছে রাজ্য সরকার। উদ্দেশ্য, যাতে ১০০ দিনের কাজ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তরফে প্রধানমন্ত্রীর কাছে করে আসা দাবির সত্যতা প্রমাণ করে পাওনা আদায় করা যায়। সম্প্রতি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্ব পেয়েছেন মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনিও এই বিষয়ে বিশেষ নজর দিয়ে তদারকি করছেন।

কয়েকদিন আগেই তিনি দিল্লি গিয়ে দেখা করেন সংশ্লিষ্ট মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী গিরিরাজ সিং-এর সঙ্গে। সাক্ষাৎপর্ব শেষে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদীপ মজুমদার বলেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। দ্রুত মেঘ কাটতে চলেছে। ১০০ দিনের কাজে বকেয়া অর্থ মেটানোর ব্যাপারে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং স্বয়ং তাঁকে আশ্বস্ত করেছেন। আর এরপরই বুধবার এল সুখবর। বুধবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে ফোন করে ১০০ দিনের কাজে দ্রুত টাকা মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন।

একশো দিনের কাজে প্রায় ৮ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের। রাজ্যের বিরোধী দলনেতা ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রের কাছে যে নালিশ জানিয়েছেন তা নিয়েও এদিন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে ফোনে বলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। তবে প্রদীপ মজুমদার সাফ জানিয়ে দেন অভিযোগগুলি পাঠালেই যত দ্রুত সম্ভব তার উত্তর দিয়ে দেওয়া হবে।

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Election)। আর তার আগে ১০০ দিনের কাজে বকেয়া টাকা এলে অনেকটাই সুরাহা হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। এই প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন  আমি কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ফোন করেছিলাম। সেই সময় ১০০ দিনের কাজের টাকা নিয়ে কথা হয়েছে।

 

 

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version