Monday, August 25, 2025

আপ আয়ে তো বাহার আয়ে: রাজ্যসভার চেয়ারম্যান ধনকড়কে সুরেলা অভিবাদন সুখেন্দুর

Date:

রাজ্যসভায় শীতকালীন অধিবেশন শুরু হয়েছে আজ বুধবার থেকে। অধিবেশনের প্রথম দিনে জিরো আওয়ারে(Zero Hour) বক্তব্য রাখতে উঠে রাজ্যসভার নতুন চেয়ারম্যান জগদীপ ধনকড়কে(Jagdeep Dhankar) অভিনন্দন জানালেন তৃণমূল(TMC) সাংসদ সুখেন্দু শেখর রায়(Sukhendra Shekhar Roy)। রাজ্যসভার চেয়ারম্যানকে সুরেলা অভিবাদন জানিয়ে সুখেন্দু শেখর বললেন, “আপ আয়ে তো বাহার আয়ে।”

প্রসঙ্গত, বর্তমান রাজ্যসভার চেয়ারম্যান ছিলেন বাংলার রাজ্যপালও। এদিন জগদীপ ধনকড়কে অভিনন্দন জানিয়ে সুখেন্দুশেখর রায় বলেন, “রাজ্যের রাজ্যপাল থাকাকালীন আপনার সঙ্গে কাজ করার আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। আপনার সঙ্গে আমার বেশ কিছু চিঠিপত্র আদান-প্রদানের অভিজ্ঞতাও রয়েছে।” এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস সাংসদ রাজ্যসভার চেয়ারম্যানের কাছে আবেদন রাখেন, আগামী দিনে যেন ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী পক্ষ খোলাখুলি আলোচনার মাধ্যমে কাজ করার সুযোগ পায়, সে বিষয়ে সুযোগ দেওয়ার জন্য।

তিনি আরো বলেন, লোকসভাতে বিলগুলি অনেক বেশি সময় ধরে চর্চা হয় কিন্তু রাজ্যসভাতে বেশি সময় পাওয়া যায় না। তাই আলোচনার জন্য যেন বেশি সময় দেওয়া হয় রাজ্য সভাতেও সেই আবেদনও তিনি রাখেন। সুখেন্দুশেখর রায় বলেন, বিলের স্ক্রুটিনি এবং প্রতি সপ্তাহে একটি স্বল্প দৈর্ঘ্যের আলোচনার প্রয়োজন রয়েছে। রুল নাম্বার ২৬৭ প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বার্থ বা জাতীয় কোন বিষয়ে বলার জন্য প্রতিটি সেশনে একটা করে রুল নাম্বার ২৬৭ আলোচনার জন্য নেওয়া হোক।।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version