Tuesday, December 2, 2025

আপ আয়ে তো বাহার আয়ে: রাজ্যসভার চেয়ারম্যান ধনকড়কে সুরেলা অভিবাদন সুখেন্দুর

Date:

রাজ্যসভায় শীতকালীন অধিবেশন শুরু হয়েছে আজ বুধবার থেকে। অধিবেশনের প্রথম দিনে জিরো আওয়ারে(Zero Hour) বক্তব্য রাখতে উঠে রাজ্যসভার নতুন চেয়ারম্যান জগদীপ ধনকড়কে(Jagdeep Dhankar) অভিনন্দন জানালেন তৃণমূল(TMC) সাংসদ সুখেন্দু শেখর রায়(Sukhendra Shekhar Roy)। রাজ্যসভার চেয়ারম্যানকে সুরেলা অভিবাদন জানিয়ে সুখেন্দু শেখর বললেন, “আপ আয়ে তো বাহার আয়ে।”

প্রসঙ্গত, বর্তমান রাজ্যসভার চেয়ারম্যান ছিলেন বাংলার রাজ্যপালও। এদিন জগদীপ ধনকড়কে অভিনন্দন জানিয়ে সুখেন্দুশেখর রায় বলেন, “রাজ্যের রাজ্যপাল থাকাকালীন আপনার সঙ্গে কাজ করার আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। আপনার সঙ্গে আমার বেশ কিছু চিঠিপত্র আদান-প্রদানের অভিজ্ঞতাও রয়েছে।” এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস সাংসদ রাজ্যসভার চেয়ারম্যানের কাছে আবেদন রাখেন, আগামী দিনে যেন ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী পক্ষ খোলাখুলি আলোচনার মাধ্যমে কাজ করার সুযোগ পায়, সে বিষয়ে সুযোগ দেওয়ার জন্য।

তিনি আরো বলেন, লোকসভাতে বিলগুলি অনেক বেশি সময় ধরে চর্চা হয় কিন্তু রাজ্যসভাতে বেশি সময় পাওয়া যায় না। তাই আলোচনার জন্য যেন বেশি সময় দেওয়া হয় রাজ্য সভাতেও সেই আবেদনও তিনি রাখেন। সুখেন্দুশেখর রায় বলেন, বিলের স্ক্রুটিনি এবং প্রতি সপ্তাহে একটি স্বল্প দৈর্ঘ্যের আলোচনার প্রয়োজন রয়েছে। রুল নাম্বার ২৬৭ প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বার্থ বা জাতীয় কোন বিষয়ে বলার জন্য প্রতিটি সেশনে একটা করে রুল নাম্বার ২৬৭ আলোচনার জন্য নেওয়া হোক।।

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো প্রশান্ত বর্মনের আগাম জামিনের বিরোধিতা পুলিশের

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prasanta Barman) আগাম জামিনের বিরোধিতা করল বিধাননগর পুলিশ কমিশনারেট...

মিনি নিলামে সিএসকে-কেকেআরের হাতেই বেশি টাকা, নজরে তারকা অজি পেসার

মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম শেষ হতেই কাউনডাউন শুরু হয়ে গিয়েছে আইপিএল নিলামের। এবার অবশ্য আইপিএলের মিনি নিলাম(IPL Mini...

ইমরান খান কি জীবিত? পাকিস্তান অচল করতে বিক্ষোভ PTI-এর, রাওয়ালপিন্ডিতে জারি ১৪৪ ধারা

ইমরান খান(Imran Khan) কি জীবিত? তাঁর সঙ্গে দেখা করার দাবিতে মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ পাকিস্তান তেহরিক...

রাঁচির চ্যাটার্ড অ্যাক্যাউন্টেন্টের ৯০০ কোটি টাকার সম্পত্তি! কয়েক কোটি নগদ উদ্ধার ইডির 

ফের টাকার পাহাড় উদ্ধার। মঙ্গলবার সকালে রাঁচির (Ranchi) এক চ্যাটার্ড অ্যাক্যাউন্টেন্ট নরেশ কুমার কেজরিওয়ালের (Naresh Kumar Kejriwal) বাড়ি...
Exit mobile version