Thursday, August 28, 2025

আপ আয়ে তো বাহার আয়ে: রাজ্যসভার চেয়ারম্যান ধনকড়কে সুরেলা অভিবাদন সুখেন্দুর

Date:

রাজ্যসভায় শীতকালীন অধিবেশন শুরু হয়েছে আজ বুধবার থেকে। অধিবেশনের প্রথম দিনে জিরো আওয়ারে(Zero Hour) বক্তব্য রাখতে উঠে রাজ্যসভার নতুন চেয়ারম্যান জগদীপ ধনকড়কে(Jagdeep Dhankar) অভিনন্দন জানালেন তৃণমূল(TMC) সাংসদ সুখেন্দু শেখর রায়(Sukhendra Shekhar Roy)। রাজ্যসভার চেয়ারম্যানকে সুরেলা অভিবাদন জানিয়ে সুখেন্দু শেখর বললেন, “আপ আয়ে তো বাহার আয়ে।”

প্রসঙ্গত, বর্তমান রাজ্যসভার চেয়ারম্যান ছিলেন বাংলার রাজ্যপালও। এদিন জগদীপ ধনকড়কে অভিনন্দন জানিয়ে সুখেন্দুশেখর রায় বলেন, “রাজ্যের রাজ্যপাল থাকাকালীন আপনার সঙ্গে কাজ করার আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। আপনার সঙ্গে আমার বেশ কিছু চিঠিপত্র আদান-প্রদানের অভিজ্ঞতাও রয়েছে।” এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস সাংসদ রাজ্যসভার চেয়ারম্যানের কাছে আবেদন রাখেন, আগামী দিনে যেন ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী পক্ষ খোলাখুলি আলোচনার মাধ্যমে কাজ করার সুযোগ পায়, সে বিষয়ে সুযোগ দেওয়ার জন্য।

তিনি আরো বলেন, লোকসভাতে বিলগুলি অনেক বেশি সময় ধরে চর্চা হয় কিন্তু রাজ্যসভাতে বেশি সময় পাওয়া যায় না। তাই আলোচনার জন্য যেন বেশি সময় দেওয়া হয় রাজ্য সভাতেও সেই আবেদনও তিনি রাখেন। সুখেন্দুশেখর রায় বলেন, বিলের স্ক্রুটিনি এবং প্রতি সপ্তাহে একটি স্বল্প দৈর্ঘ্যের আলোচনার প্রয়োজন রয়েছে। রুল নাম্বার ২৬৭ প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বার্থ বা জাতীয় কোন বিষয়ে বলার জন্য প্রতিটি সেশনে একটা করে রুল নাম্বার ২৬৭ আলোচনার জন্য নেওয়া হোক।।

Related articles

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...
Exit mobile version