Tuesday, December 2, 2025

আপ আয়ে তো বাহার আয়ে: রাজ্যসভার চেয়ারম্যান ধনকড়কে সুরেলা অভিবাদন সুখেন্দুর

Date:

রাজ্যসভায় শীতকালীন অধিবেশন শুরু হয়েছে আজ বুধবার থেকে। অধিবেশনের প্রথম দিনে জিরো আওয়ারে(Zero Hour) বক্তব্য রাখতে উঠে রাজ্যসভার নতুন চেয়ারম্যান জগদীপ ধনকড়কে(Jagdeep Dhankar) অভিনন্দন জানালেন তৃণমূল(TMC) সাংসদ সুখেন্দু শেখর রায়(Sukhendra Shekhar Roy)। রাজ্যসভার চেয়ারম্যানকে সুরেলা অভিবাদন জানিয়ে সুখেন্দু শেখর বললেন, “আপ আয়ে তো বাহার আয়ে।”

প্রসঙ্গত, বর্তমান রাজ্যসভার চেয়ারম্যান ছিলেন বাংলার রাজ্যপালও। এদিন জগদীপ ধনকড়কে অভিনন্দন জানিয়ে সুখেন্দুশেখর রায় বলেন, “রাজ্যের রাজ্যপাল থাকাকালীন আপনার সঙ্গে কাজ করার আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। আপনার সঙ্গে আমার বেশ কিছু চিঠিপত্র আদান-প্রদানের অভিজ্ঞতাও রয়েছে।” এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস সাংসদ রাজ্যসভার চেয়ারম্যানের কাছে আবেদন রাখেন, আগামী দিনে যেন ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী পক্ষ খোলাখুলি আলোচনার মাধ্যমে কাজ করার সুযোগ পায়, সে বিষয়ে সুযোগ দেওয়ার জন্য।

তিনি আরো বলেন, লোকসভাতে বিলগুলি অনেক বেশি সময় ধরে চর্চা হয় কিন্তু রাজ্যসভাতে বেশি সময় পাওয়া যায় না। তাই আলোচনার জন্য যেন বেশি সময় দেওয়া হয় রাজ্য সভাতেও সেই আবেদনও তিনি রাখেন। সুখেন্দুশেখর রায় বলেন, বিলের স্ক্রুটিনি এবং প্রতি সপ্তাহে একটি স্বল্প দৈর্ঘ্যের আলোচনার প্রয়োজন রয়েছে। রুল নাম্বার ২৬৭ প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বার্থ বা জাতীয় কোন বিষয়ে বলার জন্য প্রতিটি সেশনে একটা করে রুল নাম্বার ২৬৭ আলোচনার জন্য নেওয়া হোক।।

Related articles

SIR-আলোচনার দাবিতে বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদ, চাপের মুখে সায় বিজেপির!

সংসদের শীতকালীন অধিবেশনের(Winter Session) প্রথম দিন থেকেই উত্তাল দুই কক্ষ। বিরোধীদের প্রতিবাদ, ওয়েলে নেমে বিক্ষোভ, রাজ্যসভা থেকে ওয়াক...

ইডেনে শতরান করে নয়া ইতিহাস বৈভবের, প্রত্যাবর্তন হার্দিকের

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) শুরু থেকেই ব্যাট হাতে মন ভরাতে পারছিলেন না বৈভব সূ্র্যবংশী(Vaibhav Suryavanshi)।...

ভুল তথ্য জমা দেওয়ায় আরও ৩০১ চাকরি প্রার্থীর নাম বাতিল এসএসসির 

কেউ শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে ভুল তথ্য দিয়েছেন, কেউ আবার ভুয়ো জাতিগত শংসাপত্র দেওয়ায় এবার কড়া পদক্ষেপ করল স্কুল...

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো প্রশান্ত বর্মনের আগাম জামিনের বিরোধিতা পুলিশের

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prasanta Barman) আগাম জামিনের বিরোধিতা করল বিধাননগর পুলিশ কমিশনারেট...
Exit mobile version