Sunday, August 24, 2025

ভালো কাজ করছেন মুখ্যমন্ত্রী: ‘অতিরিক্ত মন্তব্য’ না করার কথা জনিয়েও বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

হঠাই উল্টো সুর। আর না কি বাড়তি মন্তব্য করবেন না কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)! শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বললেন, “ভালো কাজ করছেন মুখ্যমন্ত্রী।“ শুধু তাই নয়, তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) কথা তিনি ‘এনজয়’ করেন বলেও জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়।

 

বৃহস্পতিবার, মামলার শুনানির শেষে হালকা মেজাজে একের পর এক মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কয়েকদিন আগেই ‘ধেঁড়ে ইঁদুর’ বেরোনোর কথা বলেছিলেন তিনি। সেই প্রসঙ্গে এদিন বলেন, “সেদিন ধেঁড়ে ইঁদুর বলেছি সুব্রতদার সঙ্গে কথা প্রসঙ্গে। উনি বুঝেছিলেন কেন বলেছি। এই পরিবেশে সেটায় অন্য মাত্রা যোগ হয়েছে।“

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই সব মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ নাম না করে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি টুইটে লেখেন, “দুর্নীতির যদি কেউ সব জানেন, ‘মাথা’ চেনেন, ‘ধেড়ে ইঁদুর’ জানেন বলে ভাব দেখিয়ে প্রচার চান, তাঁকে অবিলম্বে সেই মামলায় সাক্ষী হিসেবে তদন্তে ডেকে পাঠানো হোক। যিনি সব জানেন, তিনি শুধু সংলাপ দিয়ে মেগাসিরিয়াল চালাবেন কেন? আসুন তদন্তে।” এদিন, কুণাল ঘোষের কথার প্রসঙ্গ টেনে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ”কুণাল ঘোষের কথা আমি খুব এনজয় করি। রোজ কিছু না কিছু বলেন।”

এরপরেই সতর্ক মন্তব্য বিচারপতির। বলেন, ”তবে আমি কোনও অতিরিক্ত মন্তব্য করব না। কারণ কথার মানে অন্যরকম হয়ে যাচ্ছে। আমি তো বলেছি, ঢাকি বিসর্জন দিয়ে দেব। ওরা আমাকে বলতে বাধ্য করে।” বলে পর্ষদের আইনজীবীদের দেখান তিনি।

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রশংসা করে বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য, ”চন্দ্রিমাদিকে বলে দেবেন, আর কোনও মন্তব্য করব না। আমি কেন খারাপ কথা বলব? মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন।”

এই কথার প্রেক্ষিতে কুণাল ঘোষ জানান, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আঘাত করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না। কিছু মন্তব্য তাঁর কানে আসে। তারই প্রতিবাদ করেছেন তিনি। কুণালের মতে, ”যিনি মাথা জানেন, ঢাকি জানেন, তাঁকে সাক্ষী করা হোক। সিবিআইয়ের উচিত তাঁকে ১৬৪ করা। আর মুখ্যমন্ত্রী ও সরকার ভালো কাজ করছেন, এটা সবাই জানে।”

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...
Exit mobile version