Thursday, November 6, 2025

বিজেপিকে বিশ্বাস নেই, হিমাচলে এগিয়ে থাকা কংগ্রেস ব্যস্ত জয়ী বিধায়কদের রিসর্টে সরাতে

Date:

নির্বাচনী ফলাফল বলছে হিমাচল প্রদেশে(Himachal Pradesh) পালাবদল হতে চলেছে। বিজেপিকে(BJP) টক্কর দিয়ে এখানে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে কংগ্রেস(Congress)। জয়ের সম্ভাবনা নজরে পড়তেই এবার সতর্ক হয়ে উঠলো হাত শিবির‌। ঘোড়া কেনাবেচার কোন সুযোগ বিজেপি যাতে না পায় তার জন্য কংগ্রেস প্রার্থীদের সরিয়ে নিয়ে যেতে কোমর বাঁধলো হিমাচলের কংগ্রেস নেতৃত্ব।

বৃহস্পতিবার সকাল থেকেই ভোট গণনা শুরু হয়েছে গুজরাট ও হিমাচল প্রদেশে। হিমাচলে ক্ষমতাসীন বিজেপিকে টক্কর দিয়ে এগিয়ে যেতে দেখা যাচ্ছে কংগ্রেসকে। তবে বিজেপিকে ধরাশায়ী করলেও দুশ্চিন্তা কাটছে না হাত-শিবিরের। কারণ কংগ্রেস জিতলে এমনকি ত্রিশঙ্কু হলেও ঘোড়া কেনাবেচার আশঙ্কা করছেন এ রাজ্যের শীর্ষ কংগ্রেস নেতৃত্বরা। এর মধ্যেই আবার ভোটের ফলাফলের গতিপ্রকৃতি দেখে বিজেপির বিক্ষুব্ধ নেতাদের দলে ফেরাতে বৃহস্পতির সকালেই বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে হিমাচলের উদ্দেশে রওনা দিয়েছেন। আর তাতে কংগ্রেসের উদ্বেগ আরও বেড়েছে। তড়িঘড়ি কংগ্রেস প্রার্থীদের রাজ্য থেকে দূরে কোথাও নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস সূত্রে খবর, দলে বিজেপির ‘সিঁদ’ কাটা রুখতে এগিয়ে থাকা প্রার্থীদের রাজস্থানের জয়পুরের একটি বিলাসবহুল রিসর্টে নিয়ে যাওয়ার পরিকল্পনা শুরু হয়েছে কংগ্রেসের অন্দরে।

কংগ্রেস সূত্রের খবর, ইতিমধ্যেই রাজস্থানের বর্ষীয়ান নেতা তথা মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে। জয়ী প্রার্থীদের ছত্তিশগড়েও নিয়ে যাওয়া হতে পারে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার রাত ৮টার মধ্যেই এই বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। এদিকে শেষ পাওয়া খবরে হিমাচল প্রদেশের নির্বাচনী ফলাফল বলছে ৬৮ আসন বিশিষ্ট হিমাচলে ৪০ টি আসলে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিজেপি এগিয়ে রয়েছে ২৫ টি আসনে। অন্যান্যরা তিনটি আসনে।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version