Saturday, August 23, 2025

কলকাতা থেকে শিক্ষা ! এবার শিলিগুড়িতেও বন্ধ হতে চলেছে হুক্কা বার

Date:

কলকাতা সল্টলেকের পর এবার শিলিগুড়িতেও বন্ধ হতে চলেছে হুক্কা বার। কলকাতার দেখানো পথেই এবার হাঁটতে চলেছে শিলিগুড়িও। এক সপ্তাহ আগেই কলকাতা পুরসভার টক টু মেয়রঅনুষ্ঠানে শহরের হুক্কা বারগুলি বন্ধ করার কথা ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম। সেই পথে এবার হাঁটতে চলেছে শিলিগুড়িও। ফিরহাদ হাকিমের কথায় সম্মতি দিয়ে শিলিগুড়িতেও হুক্কা বার বন্ধ করতে চলেছেন মেয়র গৌতম দেব। জানা গিয়েছে, খুব শীঘ্রই হুক্কা বারগুলির লাইসেন্স বাতিলের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: কলকাতায় বন্ধ হচ্ছে হুক্কা বার, দেওয়া হবে না নয়া লাইসেন্স: কড়া মনোভাব মেয়রের

গত কয়েক বছরে শিলিগুড়ি শহরে ব্যাঙের ছাতার মতো হুক্কা বারের বাড়বাড়ন্ত বাড়ছে। হুক্কার আড়ালে মাদক বিক্রিরও অভিযোগ রয়েছে। তাই যুব সমাজের স্বার্থে শিলিগুড়ির মেয়র গৌতম দেব হুক্কা বারের অনুমতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। লকাতার হুক্কা বারগুলি বন্ধ করার পর বিষয়টি নজরে আসতে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন, ”কলকাতা থেকে বিষয়টি খোঁজ নেব। সেখানে যদি হুক্কা বার বন্ধ হয় তবে শিলিগুড়িতেও হুক্কা বার বন্ধ করা হবে। বিষয়টি নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন।

সূত্রে খবর, শিলিগুড়ির সেবক রোড, মাটিগাড়ায় থাকা পাবগুলিতে হুক্কা বার চালানো হয়। কয়েক জায়গায় রেস্তোরাঁতে হুক্কা বারের যদিও লাইসেন্স রয়েছে। বহুদিন ধরেই এই হুক্কাবারে তরুণ প্রজন্মের বিপুর ভিড় নজরে আসছিল। যেভাবে নতুন প্রজন্ম এই নেশার দিকে ঝুঁকছে তাতে উদ্বেগপ্রকাশ করেছেন শহরের শিক্ষক মহল থেকে শুরু করে সংস্কৃতি মহলের সঙ্গে যুক্তরা। কয়েক বছর আগে শহরে থাকা হুক্কা বার বন্ধের দাবিতে আন্দোলনেও নেমেছিলেন শহরের বিদ্বজ্জনেরা।তাই এসবের কথা মাথায় রেখেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মেয় গৌতম দেব। শীঘ্রই হুক্কা বার যাতে বন্ধ করা যায়, তার চেষ্টা করবেন তিনি বলে আশ্বাস দিয়েছেম।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version