Saturday, May 3, 2025

বছর ঘুরতেই ফের তালিবানি নৃশংসতা! আফগান নাগরিককে প্রকাশ্যে মৃ*ত্যুদণ্ড

Date:

Share post:

তালিবান (Taliban) রয়েছে সেই তালিবানেই। এবার ক্ষমতায় আসার পর বছর ঘুরতে না ঘুরতেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিল তালিবান সরকার। তালিবান সরকারের তরফে সরকারিভাবে ওই মৃত্যুদণ্ডের কথা স্বীকার করা হয়েছে। তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ওই ব্যক্তির নাম তাজমির। ২০১৭ সালে এক ব্যক্তিকে খুনের অভিযোগ ছিল তাজমিরের বিরুদ্ধে। আর সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। আফগানিস্তানের (Afghanisthan) পশ্চিম প্রান্তের ফারাহ প্রদেশে প্রকাশ্যে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

তালিবান সরকারের তরফে জানানো হয়েছে, তিনটি আদালতে (Court) বিচারের পর এবং ধর্মীয় নেতার আদেশ অনুসারেই মৃত্যুদণ্ডের (Death Sentence) সাজা দেওয়া হয়েছে। তবে প্রকাশ্যে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও কীভাবে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তা জানা যায়নি। মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার সময় একাধিক তালিবান প্রশাসকও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তালিবান মুখপাত্র জানান, তালিবানের অন্তর্বর্তী মন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি, উপ প্রধানমন্ত্রী আব্দুল ঘানি বরাদরও সাজার সময় উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও প্রধান বিচারপতিও।

উল্লেখ্য, গত শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করলে ক্ষমতা হারিয়েছিল তালিবান। প্রায় ২০ বছর পর ২০২১-এর অগাস্ট মাসে ফের ক্ষমতায় ফেরে তারা। এদিকে ক্ষমতার আসার পর মহিলা ও শিশুদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তালিবান সরকার। কিন্তু ক্ষমতা দখলের পর বারবার তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। মহিলাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি থেকে শুরু করে মহিলাদের ক্ষেত্রে বেশ কিছু পোশাক বিধি চালু করেছে তারা। যা নিয়ে প্রকাশ্যে বেশ কিছু জায়গায় প্রতিবাদও করতে দেখা গিয়েছে আফগান মহিলাদের।

 

 

 

spot_img

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...