Friday, November 7, 2025

আঙুল উঁচিয়ে বিডিওকে হুমকি! ভাইরাল বাঁকুড়ার বিজেপি বিধায়কের ‘দাদাগিরি’

Date:

বিজেপি বিধায়কের (BJP MLA) নীলাদ্রি শেখর দানার (Niladri Sekhar Dana) বিরুদ্ধে এবার ‘দাদাগিরি’র অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে বেনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে শুক্রবার বাঁকুড়া ১ নম্বর ব্লকে বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন দেয় বিজেপি নেতা কর্মীরা। এই আন্দোলনে সামিল হয়েছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রি শেখর দানা। এদিন বিডিওকে আঙুল তুলে হুমকি দেন ওই বিজেপি বিধায়ক। বিধায়কের আচরণে ক্ষুব্ধ বিডিও বলেন, একজন জনপ্রতিনিধির কাছে এমন ব্যবহার আশা করিনি।

তবে অভিযুক্ত বিধায়ক অবশ্য দাবি করছেন, তিনি কোনওরকম দুর্ব্যবহার করেননি। গণতান্ত্রিক পদ্ধতিতে কথা বলেছেন। তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ করে বলা হয়েছে, বিজেপি মানেই মিথ্যা অভিযোগ আর দুর্ব্যবহার। এটাই ওদের সংস্কৃতি।

উল্লেখ্য, আবাস যোজনার কাজ দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে নবান্ন। নির্দেশ দেওয়া হয়েছে ৩ ধাপে যাচাই করতে হবে উপভোক্তার তথ্য। ইতিমধ্যে সমীক্ষা দল, বিশেষ পর্যবেক্ষক দল, টাস্কফোর্স গঠন করা হয়েছে। মহকুমাশাসকরাও এলাকায় গিয়ে তথ্য খতিয়ে দেখছেন। এদিকে নজরদারিতে কেউ বাধা দিলেই গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version