Saturday, August 23, 2025

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে (Titagarh) বোমা বিস্ফোরণে (Bomb Blast) দুই নাবালকের জখম হওয়ার ঘটনায় ৫ জনকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ধৃতরা স্থানীয় দুষ্কৃতী, তারাই মাঠের মধ্যে বোমা মজুত করেছিল। এদিকে ধৃতদের শুক্রবার বারাকপুর আদালতে (Barrackpore Court) তোলা হলে স্থানীয়রা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্থানীয়দের অভিযোগ, যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে দুই যুবক ভালো ছেলে হিসেবে পরিচিত। অবিলম্বে তাঁদের নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে।

বুধবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ টিটাগড়ের উড়ানপাড়ার মাঠে বিস্ফোরণ হয়। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় দুই নাবালক। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। বিস্ফোরণস্থলের ঢিল ছোড়া দূরত্বে প্রাইমারি স্কুল। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণের প্রকৃত ষড়যন্ত্রকারী কে? তা জানার চেষ্টা করছে পুলিশ।

এদিকে শুক্রবারই বারাকপুর পুলিশ কমিশনারের বিভিন্ন থানা অঞ্চলে একের পর এক বোমা বিস্ফোরনের ঘটনা, অবৈধ বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ একাধিক ঘটনায় বিরক্ত রাজ্য প্রশাসন। এই পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগী হল রাজ্য সরকার। শুক্রবার দুপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া (Alok Rajoria) সহ কমিশনারেটের পুলিশ আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ্ মালব্য (Manoj Malviya)।

তবে শুধু পুলিশ আধিকারিকরাই নন, এদিনের আলোচনায় অংশ নেন বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীও (Raj Chakravorty)। এদিন রাজ চক্রবর্তী জানান আইনশৃঙ্খলা নিয়ে পুলিশ আধিকারিকদের সাথে বৈঠক করতেই বারাকপুরে এসেছেন রাজ্য পুলিশের মনোজ্ মালব্য। রাজ আরও জানিয়েছেন, জেলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি লাগাতার বারাকপুরের শান্তি বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন বিধায়ক। তিনি জানান, আমরা ইতিমধ্যেই পুলিশের কাছে মানুষের স্বার্থে পরিস্থিতি স্বাভাবিক করতে অনুরোধ জানিয়েছি। আশা করছি খুব শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version