Monday, August 25, 2025

বুস্টারে আগ্রহ নেই দেশবাসীর, টিকা নিয়েছেন মাত্র ২২ কোটি মানুষ

Date:

প্রথম ও দ্বিতীয় ডোজের করোনা ভ্যাক্সিনের(Covid Vaccine) ক্ষেত্রে বিশ্বের মধ্যে রেকর্ড গড়েছিল দেশ। তবে করোনা প্রতিষেধক চূড়ান্ত টিকা বুস্টারে(Buster) বিন্দুমাত্র আগ্রহ নেই দেশবাসীর। শুক্রবার সেই তথ্যই প্রকাশ্যে এল কেন্দ্রের রিপোর্টে। লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্র জানিয়েছে, এখনও পর্যন্ত দেশের মাত্র ২২ কোটি মানুষের বুস্টার ডোজ সম্পন্ন হয়েছে।

শুক্রবার সংসদে তৃণমূল(TMC) সাংসদ মালা রায়(Mala Roy) জানতে চেয়েছিলেন দেশের কত মানুষের প্রথম, দ্বিতীয় এবং বুস্টার-ডোজ দেওয়া হয়েছে। তার উত্তরে কেন্দ্রের তরফে যা জানানো হয়েছে তা বেশ চমকপ্রদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার জানান, করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন দেশের ১০২.৫৩ কোটি মানুষ। দ্বিতীয় ডোজ নিয়েছেন দেশের, ৯৫.০৬ কোটি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন দেশের ২২ কোটি মানুষ। অর্থাৎ ধাপে ধাপে ভ্যাক্সিন নেওয়া মানুষের সঙ্খ্যা কমেছে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সরকারি বাফার স্টকে মেয়াদ শেষ হওয়ার তারিখের পরে কোনো ভ্যাকসিন নেই। অবশ্য এই ঘটনার পিছনে বিশেষজ্ঞদের দাবি, মূলত করোনার অতীতের প্রভাব কমে যাওয়া এবং প্রথম ও দ্বিতীয় ডোজ সরকার থেকে বিনামূল্যে দিলেও বুস্টার ডোজ বিনামূল্যে না হওয়ায় মানুষের আগ্রহ কমেছে এই টিকার জন্য।

দেশের মাত্র ২২ কোটি মানুষের বুস্টার ডোজ সম্পন্ন হয়েছে। লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে একথা জানালেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার। তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ মালা রায় জানতে চেয়েছিলেন, দেশের কত মানুষের প্রথম, দ্বিতীয় এবং বুস্টার-ডোজ দেওয়া হয়েছে। সেই প্রশ্নের জবাবেই পরিসংখ্যান দিয়ে ভারতী প্রবীণ পাওয়ার জানিয়েছেন, প্রথম ডোজ নিয়েছেন দেশের ১০২.৫৩ কোটি মানুষ। দ্বিতীয় ডোজ নিয়েছেন দেশের, ৯৫.০৬ কোটি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন দেশের ২২ কোটি মানুষ। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সরকারি বাফার স্টকে মেয়াদ শেষ হওয়ার তারিখের পরে কোনো ভ্যাকসিন নেই।

Related articles

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...
Exit mobile version