Thursday, November 6, 2025

পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে সোমবার আলোচনায় ভাল্লা-দ্বিবেদী

Date:

রাজ্যে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক বসতে চলেছে আগামী শনিবার। বৈঠকের প্রস্তুতি-সহ অন্যান্য বিষয় আলোচনা করতে রাজ্য সরকারের সঙ্গে একদফা বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা (Ajaykumar Bhalla)। সোমবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ও রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর (Harikrishna Dwivedi) মধ্যে ভার্চুয়াল এই বৈঠক হবে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর। রাজ্যের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা-সহ বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের দেওয়া প্রস্তাবের উপর আলোচনা হতে পারে।

কাউন্সিলের ওই বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গত ৫ নভেম্বর পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে অমিত শাহ (Amit Shah) আসতে না পারায় সেই বৈঠক পিছিয়ে যায়। কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই কাউন্সিলে পশ্চিমবঙ্গ রয়েছে ছাড়াও বিহার, ওড়িশা, সিকিম, ঝাড়খণ্ড।

বিভিন্ন রাজ্যের মধ্যে আন্তঃরাজ্য সমস্যা, সীমান্ত এলাকার নিরাপত্তা ওই বৈঠকের আলোচ্য। বৈঠকের আগে এখানকার পরিস্থিতি খতিয়ে দেখে নিতে চাইছে কেন্দ্র। ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে সংশ্লিষ্ট অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও হাজির থাকতে পারেন। কেন্দ্রের নজর এবার রাজ্যের সীমান্তবর্তী নিরাপত্তার দিকে। ১৭ ডিসেম্বর শনিবার নবান্ন সভাঘরে ওই বৈঠক হবে। বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। পাশাপাশি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে BSF, CISF, CRPF-সহ কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির শীর্ষ আধিকারিকদেরও।

সূত্রের খবর, নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকের ফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা বৈঠকে বসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চার বছর আগে ২০১৮ সালে নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক হয়েছিল। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দেশে কোভিড পরিস্থিতির কারণে গত কয়েক বছর পর পর পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক করা সম্ভব হয়নি। অবশেষে ১৭ ডিসেম্বর হতে চলেছে সেই বৈঠক।

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version