Friday, November 7, 2025

দেশের দারিদ্রের জন্যে দায়ী মোদি সরকার: তীব্র আক্রমণ মীণাক্ষির

Date:

দেশের গরিবির জন্য কেন্দ্রের মোদি সরকারকে দায়ী করে তীব্র আক্রমণ করলেন রাজ্যের DYFI নেত্রী মীণাক্ষি মুখোপাধ্যায় (Manakkhi Mukharjee)। শনিবার, বিকেলে পূর্বস্থলীর লক্ষ্মীপুর হাইস্কুলের মাঠে বামপন্থী যুব সংগঠনের সমাবেশে দারিদ্রের জন্য কেন্দ্রের মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন মীণাক্ষি। তিনি প্রশ্ন তোলেন, “দারিদ্রের প্রশ্নে, কাজের দাবিতে, উন্নয়নের জন্য বিজেপিকে কোনওদিন রাস্তায় নেমে আন্দোলন করতে দেখেছেন?”

মীণাক্ষির ভাষায় বিজেপি-র (BJP) লড়াই হল, ‘ডোন্ট টাচ্ মাই বডি।’ এই প্রসঙ্গ তুলে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে তীব্র খোঁচা দেন যুব নেত্রী। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে শুভেন্দুর সাক্ষাৎ নিয়ে এদিন প্রশ্ন তোলেন তিনি। বিধানসভায় কোনও প্রতিনিধি নেই। কিন্তু মুখ্যমন্ত্রী ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhandu Adhikari) “৩ মিনিটের সাক্ষাতে কী কথা হয়েছে”- তা প্রকাশ্যে আনার দাবি তোলেন রাজ্যের ডিওয়াইএফআই নেত্রী। ”বলল বেশিক্ষণ প্রণাম করিনি। ৩ মিনিট করেছি। সে ৩ মিনিট হোক বা ৩ ঘণ্টা আমাদের জানার দরকার নেই। আমাদের দাবি, রাজ্যের খেটে খাওয়া মানুষের জন্য, কাজের সংস্থানের জন্য, দুর্নীতি দূর করার জন্য কী কী আলোচনা হয়েছে সেটা প্রকাশ্যে ঘোষণা করতে হবে।”

কাজের সুযোগ বাড়ানোর জন্য সম্মিলিত লড়াইয়ের ডাক দেন যুবনেত্রী। তাঁর মন্তব্য, ”এই লড়াই ভাঙার চক্রান্ত করছে বিজেপি, আরএসএস। সেইসঙ্গে বাংলা ভাগেরও চক্রান্ত করছে। মানুষে মানুষে বিভাজন করে অস্থিরতা তৈরি করছে।” ‘দুর্নীতি রুখতে’ প্রতিটি পঞ্চায়েতে DYFI সদস্যদের কর্মী বাহিনী গঠনের আহ্বানও জানান মীণাক্ষি।

আরও পড়ুন- রাজনীতির ময়দানে বিরোধীদের মোকাবিলা, মাঠে শুধুই ফুটবল: MP কাপের উদ্বোধনে বার্তা অভিষেকের

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version