Thursday, August 21, 2025

গত ৩ দিন ধরে নিখোঁজ (Missing) মা (Mother)। অনেক খোঁজাখুঁজির পরও খোঁজ মেলেনি। তবে শনিবার সকালেই ঘরের আলমারির দরজা খুলতেই ছেলের চোখের সামনে গড়িয়ে পড়ল মায়ের মৃতদেহ। দিল্লিতে শ্রদ্ধা ওয়াকারের (Sraddha Walkar) মৃত্যু দেশবাসীর মনে এখনও টাটকা। আর সেই স্মৃতি উসকে চাঞ্চল্যকর ঘটনা ঘটল বাংলায়। হুগলীর চুঁচুড়ার (Chinsurah) ঘটনা। পুলিশ সূত্রে খবর, স্ত্রীকে খুন করে আলমারির মধ্যে দেহ রেখে চম্পট দিয়েছেন তাঁর স্বামী।

স্থানীয় সূত্রে খবর, চুঁচুড়ার শ্যামবাবু ঘাটের কাছে একটি টিনের চালার বাড়িতে স্ত্রী ভারতী ধাড়াকে নিয়ে থাকতেন অভিযুক্ত স্বামী কাশীনাথ ধাড়া। তবে মদের নেশায় আসক্ত হয়ে পড়েন কাশীনাথ। কাজকর্ম কিছুই করার মতো অবস্থা ছিল না। মদ খাওয়ার জন্য স্ত্রী ভারতীর থেকে প্রতিদিন টাকা চাইতেন। স্ত্রী ভারতী পরিচারিকার কাজ করে যেটুকু অর্থ আয় করতেন, তার বেশীরভাগটাই স্বামীর মদ খাওয়ার পিছনে খরচ হয়ে যেত। আর তা দিতে অস্বীকার করায় স্ত্রীকে প্রাণে মেরে আলমারিতে ঢুকিয়ে রাখেন স্বামী কাশীনাথ। এদিকে গত ৩ দিন ধরে ভারতীর খোঁজ পাচ্ছিলেন না আশপাশের বাসিন্দারা। ভারতী এবং তাঁর স্বামী কাশীনাথ ধাড়া ওই বস্তিতে একটি বাড়িতে থাকতেন। তাঁদের ছেলেরা থাকেন আশপাশেই।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে কাশীনাথ এবং ভারতীর এক ছেলে তাঁদের বাড়িতে গিয়েছিলেন। সেখানে জামাকাপড় বার করার জন্য একটি আলমারি খোলেন তিনি। আর আলমারি খুলতেই তিনি দেখতে পান ভিতর থেকে মায়ের হাত বেরিয়ে রয়েছে। এরপরই আলমারির দরজা পুরো খুলতেই মেঝেতে গড়িয়ে পড়ে ভারতীর দেহ। ভারতীর মৃতদেহ উদ্ধার হলেও খোঁজ মিলছে না তাঁর স্বামী কাশীনাথের। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, কাশীনাথ তাঁর স্ত্রীকে খুন করে দেহ আলমারির মধ্যে রেখে দিয়ে চম্পট দিয়েছেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। কাশীনাথকে খুঁজে পেতে চলছে তল্লাশি। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version