Friday, December 5, 2025

বিজেপি এভাবে আমায় ভাঙতে পারবে না আরও শক্ত করবে: সাকেত গোখলে

Date:

Share post:

মাত্র ৪ দিনের মধ্যে ২ বার গ্রেফতার ও ২ বার জামিন পেয়েছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে(Saket Gokhle)। বিজেপি শাসিত গুজরাটে এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর চরম আকার নিয়েছে। এই ঘটনায় জামিন পাওয়ার পর গুজরাটের বিজেপি সরকার(BJP Govt) ও কেন্দ্রের মোদি-শাহকে একহাত নিলেন ওই তৃণমূল(TMC) নেতা। টুইটারে সুর চড়িয়ে তিনি লিখলেন, বিজেপি(BJP) এভাবে আমায় ভাঙতে পারবে না।

সাকেত গ্রেফতারের ঘটনায় শুরু থেকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল। তবে দু’বার গ্রেফতার ও জামিনে দমে যেতে নারাজ তৃণমূল মুখপাত্র। বরং টুইটারে তিনি লেখেন, “বিজেপির নির্দেশে আমাকে গ্রেফতার করা হয়েছিল, জামিন পেয়েছিলাম, পুনরায় গ্রেফতার করা হয়। আবার জামিন পেয়েছি । সবই ৪ দিনের মধ্যে। আমার স্বাধীনতা ধরে রাখার জন্য আমি মাননীয় বিচার বিভাগের কাছে কৃতজ্ঞ। বিজেপি যদি হাস্যকরভাবে মনে করে, এর ফলে আমার মনোবল ভেঙে যাবে, তাহলে জেনে রাখুন আমি তাদের প্রতি আরও কঠোর হতে চলেছি, এই হল উত্তরপ্রদেশ এবং গুজরাতে ঘষেমেজে তৈরি করা মোদি-শাহের কেতাবি ফর্মুলা।” শুধু তাই নয় একেরগ পর এক টুইটে তিনি আর লেখেন, “অন্য কারওর করা একটি টুইট শেয়ার করার জন্য একটি তুচ্ছ মামলা দায়ের করা হয়েছে। মজার ব্যাপার হল, সেই ব্যক্তি কে তা পুলিশের কাছে কোনও সূত্র নেই। উদ্দেশ্য ছিল আমাকে টার্গেট করা, আমাকে জেলে ভরা এবং আমাকে আটকে রাখা।”

পাশাপাশি ব্রিজ নিয়ে টুইটের প্রসঙ্গে তিনি লেখেন, “মোরবি ব্রিজ ভেঙে পড়ার বিষয়ে একটি টুইট করার জন্য আমাকে ৩ দিনে দুবার গ্রেফতার করা হয়। এবং আজ পর্যন্ত, ওরেভা কোম্পানির(Oreva company) মালিকরা, যারা ত্রুটিপূর্ণ ব্রিজটি তৈরি করেছিল তাদের কারও একটি এফআইআর-এও নাম নেই।” এছাড়াও মোরবি সেতু বিপর্যয়ের পর নরেন্দ্র মোদির সফরের খরচ সংক্রান্ত যে টুইটের জন্য তাঁকে গ্রেফতার করা হয় এদিন সে প্রসঙ্গে টুইটারে লেখেন, “গুজরাট পুলিশ দাবি করেছে মোদির খরচ নিয়ে আমি(যদিও টুইটটি আমার লেখা নয়) যে টুইট করেছি সেটা মিথ্যা। এখন সময় এসেছে খরচের সঠিক হিসেব দেওয়ার। যদি আমি উত্তর না পাই সেক্ষেত্রে আমার অধিকার রয়েছে আদালতে যাওয়ার।”

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...