Wednesday, November 5, 2025

বিজেপি এভাবে আমায় ভাঙতে পারবে না আরও শক্ত করবে: সাকেত গোখলে

Date:

Share post:

মাত্র ৪ দিনের মধ্যে ২ বার গ্রেফতার ও ২ বার জামিন পেয়েছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে(Saket Gokhle)। বিজেপি শাসিত গুজরাটে এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর চরম আকার নিয়েছে। এই ঘটনায় জামিন পাওয়ার পর গুজরাটের বিজেপি সরকার(BJP Govt) ও কেন্দ্রের মোদি-শাহকে একহাত নিলেন ওই তৃণমূল(TMC) নেতা। টুইটারে সুর চড়িয়ে তিনি লিখলেন, বিজেপি(BJP) এভাবে আমায় ভাঙতে পারবে না।

সাকেত গ্রেফতারের ঘটনায় শুরু থেকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল। তবে দু’বার গ্রেফতার ও জামিনে দমে যেতে নারাজ তৃণমূল মুখপাত্র। বরং টুইটারে তিনি লেখেন, “বিজেপির নির্দেশে আমাকে গ্রেফতার করা হয়েছিল, জামিন পেয়েছিলাম, পুনরায় গ্রেফতার করা হয়। আবার জামিন পেয়েছি । সবই ৪ দিনের মধ্যে। আমার স্বাধীনতা ধরে রাখার জন্য আমি মাননীয় বিচার বিভাগের কাছে কৃতজ্ঞ। বিজেপি যদি হাস্যকরভাবে মনে করে, এর ফলে আমার মনোবল ভেঙে যাবে, তাহলে জেনে রাখুন আমি তাদের প্রতি আরও কঠোর হতে চলেছি, এই হল উত্তরপ্রদেশ এবং গুজরাতে ঘষেমেজে তৈরি করা মোদি-শাহের কেতাবি ফর্মুলা।” শুধু তাই নয় একেরগ পর এক টুইটে তিনি আর লেখেন, “অন্য কারওর করা একটি টুইট শেয়ার করার জন্য একটি তুচ্ছ মামলা দায়ের করা হয়েছে। মজার ব্যাপার হল, সেই ব্যক্তি কে তা পুলিশের কাছে কোনও সূত্র নেই। উদ্দেশ্য ছিল আমাকে টার্গেট করা, আমাকে জেলে ভরা এবং আমাকে আটকে রাখা।”

পাশাপাশি ব্রিজ নিয়ে টুইটের প্রসঙ্গে তিনি লেখেন, “মোরবি ব্রিজ ভেঙে পড়ার বিষয়ে একটি টুইট করার জন্য আমাকে ৩ দিনে দুবার গ্রেফতার করা হয়। এবং আজ পর্যন্ত, ওরেভা কোম্পানির(Oreva company) মালিকরা, যারা ত্রুটিপূর্ণ ব্রিজটি তৈরি করেছিল তাদের কারও একটি এফআইআর-এও নাম নেই।” এছাড়াও মোরবি সেতু বিপর্যয়ের পর নরেন্দ্র মোদির সফরের খরচ সংক্রান্ত যে টুইটের জন্য তাঁকে গ্রেফতার করা হয় এদিন সে প্রসঙ্গে টুইটারে লেখেন, “গুজরাট পুলিশ দাবি করেছে মোদির খরচ নিয়ে আমি(যদিও টুইটটি আমার লেখা নয়) যে টুইট করেছি সেটা মিথ্যা। এখন সময় এসেছে খরচের সঠিক হিসেব দেওয়ার। যদি আমি উত্তর না পাই সেক্ষেত্রে আমার অধিকার রয়েছে আদালতে যাওয়ার।”

spot_img

Related articles

অস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ, বীরভূমে জালে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের (Rape) অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছ বীরভূমের (Birbhum)...

দিনে দুপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! অসমে বাড়ছে ক্ষোভ

পথে-ঘাটে বেরোনো বিজেপি শাসিত অসমে কতটা বিপজ্জনক মেয়েদের জন্য, ফের একবার প্রমাণিত হল। রোজকার স্কুলের রুটেও নিরাপদ নয়...

মেয়ের কৃতিত্বে চোখে জল মায়ের, পছন্দের পদেই বিশ্বজয়ীকে বরণের পরিকল্পনা

রিচা ঘোষের( Richa Ghosh) সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে গোটা শিলিগুড়ি।  বিশ্বজয়ীর মেয়েতে বরণ করে নেওয়ার অপেক্ষায় গেটওয়ে অফ পাহাড়।...

এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

ভূমিপুত্রদের তুলে আনার লক্ষ্য নিয়েই ক্ষমতায় আসার পর বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি(Bengal Football Academy) তৈরি করে তৃণমূল সরকার। তৃণমূল...