Tuesday, May 13, 2025

বিজেপি এভাবে আমায় ভাঙতে পারবে না আরও শক্ত করবে: সাকেত গোখলে

Date:

Share post:

মাত্র ৪ দিনের মধ্যে ২ বার গ্রেফতার ও ২ বার জামিন পেয়েছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে(Saket Gokhle)। বিজেপি শাসিত গুজরাটে এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর চরম আকার নিয়েছে। এই ঘটনায় জামিন পাওয়ার পর গুজরাটের বিজেপি সরকার(BJP Govt) ও কেন্দ্রের মোদি-শাহকে একহাত নিলেন ওই তৃণমূল(TMC) নেতা। টুইটারে সুর চড়িয়ে তিনি লিখলেন, বিজেপি(BJP) এভাবে আমায় ভাঙতে পারবে না।

সাকেত গ্রেফতারের ঘটনায় শুরু থেকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল। তবে দু’বার গ্রেফতার ও জামিনে দমে যেতে নারাজ তৃণমূল মুখপাত্র। বরং টুইটারে তিনি লেখেন, “বিজেপির নির্দেশে আমাকে গ্রেফতার করা হয়েছিল, জামিন পেয়েছিলাম, পুনরায় গ্রেফতার করা হয়। আবার জামিন পেয়েছি । সবই ৪ দিনের মধ্যে। আমার স্বাধীনতা ধরে রাখার জন্য আমি মাননীয় বিচার বিভাগের কাছে কৃতজ্ঞ। বিজেপি যদি হাস্যকরভাবে মনে করে, এর ফলে আমার মনোবল ভেঙে যাবে, তাহলে জেনে রাখুন আমি তাদের প্রতি আরও কঠোর হতে চলেছি, এই হল উত্তরপ্রদেশ এবং গুজরাতে ঘষেমেজে তৈরি করা মোদি-শাহের কেতাবি ফর্মুলা।” শুধু তাই নয় একেরগ পর এক টুইটে তিনি আর লেখেন, “অন্য কারওর করা একটি টুইট শেয়ার করার জন্য একটি তুচ্ছ মামলা দায়ের করা হয়েছে। মজার ব্যাপার হল, সেই ব্যক্তি কে তা পুলিশের কাছে কোনও সূত্র নেই। উদ্দেশ্য ছিল আমাকে টার্গেট করা, আমাকে জেলে ভরা এবং আমাকে আটকে রাখা।”

পাশাপাশি ব্রিজ নিয়ে টুইটের প্রসঙ্গে তিনি লেখেন, “মোরবি ব্রিজ ভেঙে পড়ার বিষয়ে একটি টুইট করার জন্য আমাকে ৩ দিনে দুবার গ্রেফতার করা হয়। এবং আজ পর্যন্ত, ওরেভা কোম্পানির(Oreva company) মালিকরা, যারা ত্রুটিপূর্ণ ব্রিজটি তৈরি করেছিল তাদের কারও একটি এফআইআর-এও নাম নেই।” এছাড়াও মোরবি সেতু বিপর্যয়ের পর নরেন্দ্র মোদির সফরের খরচ সংক্রান্ত যে টুইটের জন্য তাঁকে গ্রেফতার করা হয় এদিন সে প্রসঙ্গে টুইটারে লেখেন, “গুজরাট পুলিশ দাবি করেছে মোদির খরচ নিয়ে আমি(যদিও টুইটটি আমার লেখা নয়) যে টুইট করেছি সেটা মিথ্যা। এখন সময় এসেছে খরচের সঠিক হিসেব দেওয়ার। যদি আমি উত্তর না পাই সেক্ষেত্রে আমার অধিকার রয়েছে আদালতে যাওয়ার।”

spot_img

Related articles

ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করার ইচ্ছাপ্রকাশ করেও বিরাটের অবসর, বিতর্ক তুঙ্গে

টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিন্তু এমন ঘটনাটা ঘটালেন বিরাট কোহলি। হতবাক দিল্লি রঞ্জি দলের কোচ...

অতীতের স্মৃতি উস্কে মে মাসেই ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! আশঙ্কার নাম ‘শক্তি ‘

আয়লা, আমফানের স্মৃতি উস্কে দিয়ে সেই মে মাসেই বঙ্গোপসাগরে 'শক্তি' (Cyclone Shakti) বাড়াচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত। চলতি মাসের শেষ...

নেপালদেব ভট্টাচার্য: জনপ্রিয়তা থেকে বিতর্ক- সব নিয়েই সমাপ্ত এক অধ্যায়ের

জনপ্রিয়তা-বিতর্ক সব নিয়ে সমাপ্ত হল CPIM-এর দাপুটে শ্রমিক নেতা নেপালদেব ভট্টাচার্যের (Nepaldev Bhattacharya) জীবন। দল থেকে বহিষ্কৃত হয়েও...

সিবিএসই দশমের ফল প্রকাশ: সামান্য বাড়ল পাশের হার

একই দিনে প্রকাশিত সিবিএসই (CBSE) দশম ও দ্বাদশের ফল। সাধারণত একই দিনে এই দুই পরীক্ষার ফল প্রকাশ হয়।...