Monday, November 10, 2025

পার্ক সার্কাস (Park Circus), মা উড়ালপুল (Maa Flyover) এবং সিঁথি (Sinthi) – এক রাতের মধ্যে কলকাতা (Kolkata) শহরে তিন জায়গায় বড় দুর্ঘটনা (Accident)। পথ নিরাপত্তাকে আরও মজবুত করতে নড়েচড়ে বসেছে কলকাতা ট্রাফিক পুলিশ(Kolkata Traffic Police)। সূত্র মারফত জানা যায় ভোর রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পার্ক সার্কাসের কাছে উল্টে যায় একটি চারচাকা। চালকসহ তিন জন ছিলেন সেই গাড়িতে। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান।

অন্যদিকে মা উড়ালপুলে বাতি স্তম্ভে ধাক্কা মারে একটি বেপরোয়া গাড়ি। সঙ্গে সঙ্গে গাড়িটি পাল্টি খেয়ে ছিটকে অন্য লেনে পড়ে যায়। উপড়ে যায় বাতিস্তম্ভ। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে, যদিও এই ঘটনায় কাউকে এখনও পর্যন্ত ধরা করা যায়নি বলেই খবর। বেপরোয়া গতির কারণেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। অন্যদিকে আবার সিঁথিতে দুটি লরির রেষারেষিতে দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় বালি ভর্তি একটি লরি ওভারটেক করতে গিয়ে সামনে থাকা বাঁশ ভর্তি লরিকে ধাক্কা মারে। বি টি রোডে (BT Road) এই দুর্ঘটনার জেরে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়।

রাতের কলকাতায় ক্রমেই বাড়ছে বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত সেভ লাইফ সেফ ড্রাইভ (Save Life Safe Drive) আগের থেকে দুর্ঘটনার সংখ্যা কমেছে। কিন্তু রাত বাড়তেই যেভাবে মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে হামেশাই পথ দুর্ঘটনা ঘটছে। এবার এই বিষয়ে কড়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

 

Related articles

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...
Exit mobile version