Wednesday, May 7, 2025

TET: ওয়েবসাইটে আপডেট না দেখে হয়রানি! পরীক্ষা শেষের আধ ঘণ্টা আগে কেন্দ্রে ১৩ পরীক্ষার্থী

Date:

অ্যাডমিট কার্ডে (Admit Card) ভুল ঠিকানা (False Adress) থাকার অভিযোগ। আর সেই কারণেই পরীক্ষা (Examination) শেষের মাত্র আধ ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছলেন কমপক্ষে ১৩ পরীক্ষার্থী। জানা গিয়েছে, অ্যাডমিট কার্ডে ঠিকানা ভুল থাকার কারণে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ (Hasnabad) থেকে দক্ষিন ২৪ পরগণার আমতলায় (Amtala) পৌঁছে জান পরীক্ষার্থীরা। আর সেখানে পৌছনোর পর তাঁরা জানতে পারেন তাঁদের পরীক্ষার আসল কেন্দ্রের নাম। আমতলায় নয় পরীক্ষার সিট পড়েছে খড়দহের কল্যাণনগর বিদ্যাপীঠে। আর এমন কথা শোনার পর তড়িঘড়ি খড়দহের উদ্দেশে রওনা দেন পরীক্ষার্থীরা। আর নির্দিষ্ট স্কুলে পৌছনোর পর তাঁরা দেখেন পরীক্ষা শেষ হতে আর মাত্র আধ ঘণ্টা বাকি। তবে পর্ষদ (Board of Primary Education) সাফ জানিয়েছে, ওয়েবসাইট ও পোর্টালে সমস্ত আপডেট জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু যেসব পরীক্ষার্থীরা অভিযোগ তুলছেন, তাঁরা নিজেরাই পর্ষদের ওয়েবসাইট ঠিকমত চেক করেননি। এতে পর্ষদের কোনও ত্রুটি নেই।

পরীক্ষার্থীদের অভিযোগ, তাঁদের অ্যাডমিট কার্ডের নীচে আমতলার এক সেন্টারের কথা লেখা ছিল। খড়দহে বাড়ির কাছেই পরীক্ষাকেন্দ্র হওয়া সত্ত্বেও তাঁরা পরীক্ষা দিতে পারেননি বলে অভিযোগ। মাত্র ৪৫ মিনিট তাঁরা পরীক্ষা দিতে পেরেছেন বলে জানিয়েছেন। এদিন পৌনে ২ টো নাগাদ পরীক্ষাকেন্দ্রে পৌছলেও দুপুর আড়াইটের মধ্যেই তাঁদের উত্তরপত্র (Answer Script) নেওয়া হয়েছে বলে অভিযোগ। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন ওই ১৩ জন পরীক্ষার্থী। পাশাপাশি তাঁরা আর জানিয়েছেন মেরেকেটে মাত্র ৩০টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তাঁরা।

তবে এদিন আসল পরীক্ষাকেন্দ্রের কথা পরীক্ষার্থীরা জানার পরই স্থানীয় বিষ্ণুপুর থানায় (Bishnupur Police Station) যোগাযোগ করা হয়। পরে থানার উদ্যোগেই তাঁদের জন্য গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়। যদিও উত্তর ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, খড়়দহের কল্যাণনগর বিদ্যাপীঠের ঠিকানা সম্পর্কে কয়েকদিন আগেই ওয়েবসাইটে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। আপলোড করা হয়েছিল পোর্টালেও। এতকিছুর পরেও কেন পরীক্ষার্থীরা সেবিষয়টি জানতে পারলেন না তা নিয়ে প্রশ্ন উঠছে।

Related articles

রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে পাক মিসাইল! প্রত্যাঘাতে ১১ ভারতীয় হত্য়া

অপারেশন সিন্দুর সফল করার পরই পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় একাধিক বৈঠক চলছে ভারতে। অন্যদিকে পাকিস্তানও সীমান্তে আঘাতের পরিমাণ বাড়িয়ে...

২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, প্রস্তুতি হবে কলকাতায়

ভারতীয় দলে(Indian Football Team) এবার মোহনবাগানের(MBSG) আরও এক ফুটবলর। এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cuo) যোগ্যতা অর্জন পর্বের জন্য...

বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

সকালে গরমের দাবদাহ কাটিয়ে বুধের বিকেলেই বৃষ্টি ভেজার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গবাসীর। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে...

২ মহিলা সেনা ব্যোমিকা-সোফিয়ার কৃতিত্বের খতিয়ান

পহেলগামে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের 'অপারেশন সিন্দুর'। পাক অধিকৃত কাশ্মীরে (Kashmir) এয়ার স্ট্রাইকের সেই বিবৃতি সংবাদ মাধ্যমের সামনে...
Exit mobile version