Wednesday, May 7, 2025

টার্গেট মেঘালয় (Meghalaya)। ২০২৩-এ বিধানসভা নির্বাচন (Assembly Election)। এখন সেখানে প্রধান বিরোধীদল তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে সোমবার ৩ দিনের সফরে মেঘালয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের শুরুতেই ত্রিপুরা ও মেঘালয়ে (Tripura And Meghalaya) বিধানসভা নির্বাচন। উত্তর-পূর্বের দু রাজ্যেই সংগঠন আরও মজবুত করতে চায় জোড়াফুল শিবির। সেই লক্ষেই মমতা-অভিষেকের এই সফর বলে মত রাজনৈতিক মহলের।

মেঘালয়ে একঝাঁক কর্মসূচিতে অংশ নেবেন মমতা ও অভিষেক। তৃণমূলের তরফে আপাতত মঙ্গলবারের কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। ওই দিন শিলংয়ের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে মেঘালয় তৃণমূলের রাজ্য সম্মেলন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন মেঘালয়ে তৃণমূলের পর্যবেক্ষক তথা পশ্চিমবঙ্গের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া, মেঘালয় তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পাইনগ্রোপে ও বিধানসভার দলনেতা মুকুল সাংমা। মাস খানেক আগেই মেঘালয়ে রাজ্য দফতরের উদ্বোধন করে এসেছেন অভিষেক। এই সফরে সেই দফতরেও যেতে পারেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার একটি সামাজিক অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা মমতা ও অভিষেকের।

ত্রিপুরার পুরভোটে লড়লেও, বিধানসভা নির্বাচনে কখনও প্রার্থী দেয়নি তৃণমূল। তবে মেঘালয়ে এখন তৃণমূলই প্রধান বিরোধী দল। কংগ্রেসের ১১ জন বিধায়ক হাত ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। সুতরাং মেঘালয়ের বিধানসভা নির্বাচনের রণনীতি নিয়ে এই সফরে আলোচনা হতে পারে।

 

Related articles

রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে পাক মিসাইল! প্রত্যাঘাতে ১১ ভারতীয় হত্য়া

অপারেশন সিন্দুর সফল করার পরই পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় একাধিক বৈঠক চলছে ভারতে। অন্যদিকে পাকিস্তানও সীমান্তে আঘাতের পরিমাণ বাড়িয়ে...

২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, প্রস্তুতি হবে কলকাতায়

ভারতীয় দলে(Indian Football Team) এবার মোহনবাগানের(MBSG) আরও এক ফুটবলর। এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cuo) যোগ্যতা অর্জন পর্বের জন্য...

বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

সকালে গরমের দাবদাহ কাটিয়ে বুধের বিকেলেই বৃষ্টি ভেজার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গবাসীর। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে...

২ মহিলা সেনা ব্যোমিকা-সোফিয়ার কৃতিত্বের খতিয়ান

পহেলগামে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের 'অপারেশন সিন্দুর'। পাক অধিকৃত কাশ্মীরে (Kashmir) এয়ার স্ট্রাইকের সেই বিবৃতি সংবাদ মাধ্যমের সামনে...
Exit mobile version