Friday, August 22, 2025

Bangladesh: সীমান্তে হাতির তাণ্ডব! রাতের ঘুম উড়ল গ্রামবাসীদের

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

ভারতের পূর্ব সীমান্তবর্তী বাংলাদেশের (Bangladesh) জেলা নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ক্রমশই বাড়ছে বন্যহাতির (Elephant) তাণ্ডব। প্রতিদিন রাতেই হাতির আক্রমণে স্থানীয়দের মধ্যে বেড়েছে আতঙ্ক। শনিবার রাতেও জেলার দুর্গাপুর উপজেলার পশ্চিম বিজয়পুর আড়াপাড়া গ্রামে তাণ্ডব চালায় পাহাড়ি বন্য হাতির দল। কমপক্ষে ২০টি বাড়িতে আক্রমণ চালায়। এদিকে প্রাণের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় গ্রামবাসীরা। আর সেই সুযোগে ঘরে রাখা সমস্ত ধান ও চাল খেয়ে যায় হাতিরা। এছাড়া সীমান্তবর্তী অঞ্চলের কুল্লাগড়া সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামে বন্য হাতির দল তাণ্ডব চালিয়ে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি করেছে বলে খবর।

গত ৭ ডিসেম্বর সন্ধের পর থেকে ভারত থেকে নেমে আসা হাতির দল গত ৩-৪ দিনে ২০-২৫ টি ঘর-বাড়ির গুড়িয়ে দিয়েছে। সীমান্ত অঞ্চলের জমির ফসল ও বাড়িতে গোলায় রাখা ধান খেয়ে শেষ করে দিয়েছে। এদিকে
হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কেউ খোলা আকাশের নিচে, আবার কেউ কেউ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গিয়েছেন পশ্চিম বিজয়পুর গ্রামের এক কৃষক।

গত কয়েকদিন ধরেই বন্য হাতির দল সীমান্ত অঞ্চলে অবস্থান করছে। আর সন্ধে হলেই তারা নেমে আসে লোকালয়ে। এদিকে বন্য হাতির ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তবর্তী মানুষরা। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে, মশাল জ্বালিয়ে ফসল ও ঘরবাড়ি রক্ষার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু বন্য হাতির আক্রমণের সামনে তাঁদের সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাচ্ছে। একদিকে নাওয়া খাওয়া নেই এবং অন্যদিকে আশ্রয় হারিয়ে চরম হতাশায় দিন কাটছে ক্ষতিগ্রস্তদের। একই সঙ্গে ঘুম উড়েছে সীমান্তবর্তী ৪ গ্রামের মানুষের।

spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...