Tuesday, November 4, 2025

খায়রুল আলম, ঢাকা

ভারতের পূর্ব সীমান্তবর্তী বাংলাদেশের (Bangladesh) জেলা নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ক্রমশই বাড়ছে বন্যহাতির (Elephant) তাণ্ডব। প্রতিদিন রাতেই হাতির আক্রমণে স্থানীয়দের মধ্যে বেড়েছে আতঙ্ক। শনিবার রাতেও জেলার দুর্গাপুর উপজেলার পশ্চিম বিজয়পুর আড়াপাড়া গ্রামে তাণ্ডব চালায় পাহাড়ি বন্য হাতির দল। কমপক্ষে ২০টি বাড়িতে আক্রমণ চালায়। এদিকে প্রাণের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় গ্রামবাসীরা। আর সেই সুযোগে ঘরে রাখা সমস্ত ধান ও চাল খেয়ে যায় হাতিরা। এছাড়া সীমান্তবর্তী অঞ্চলের কুল্লাগড়া সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামে বন্য হাতির দল তাণ্ডব চালিয়ে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি করেছে বলে খবর।

গত ৭ ডিসেম্বর সন্ধের পর থেকে ভারত থেকে নেমে আসা হাতির দল গত ৩-৪ দিনে ২০-২৫ টি ঘর-বাড়ির গুড়িয়ে দিয়েছে। সীমান্ত অঞ্চলের জমির ফসল ও বাড়িতে গোলায় রাখা ধান খেয়ে শেষ করে দিয়েছে। এদিকে
হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কেউ খোলা আকাশের নিচে, আবার কেউ কেউ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গিয়েছেন পশ্চিম বিজয়পুর গ্রামের এক কৃষক।

গত কয়েকদিন ধরেই বন্য হাতির দল সীমান্ত অঞ্চলে অবস্থান করছে। আর সন্ধে হলেই তারা নেমে আসে লোকালয়ে। এদিকে বন্য হাতির ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তবর্তী মানুষরা। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে, মশাল জ্বালিয়ে ফসল ও ঘরবাড়ি রক্ষার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু বন্য হাতির আক্রমণের সামনে তাঁদের সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাচ্ছে। একদিকে নাওয়া খাওয়া নেই এবং অন্যদিকে আশ্রয় হারিয়ে চরম হতাশায় দিন কাটছে ক্ষতিগ্রস্তদের। একই সঙ্গে ঘুম উড়েছে সীমান্তবর্তী ৪ গ্রামের মানুষের।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version