Friday, May 23, 2025

প্রাথমিকের পরীক্ষা শুরুর আগেই রাজ্যজুড়ে মোতায়েন অতিরিক্ত পুলিশবাহিনী

Date:

Share post:

টেট নির্বিঘ্নে সম্পন্ন করতে চায় রাজ্য তাই পরীক্ষা শুরুর চারঘণ্টা আগে থেকেই অতিরিক্ত পুলিশবাহিনী নামল পরীক্ষা কেন্দ্রের আশেপাশে। পরীক্ষা কেন্দ্রের সুরক্ষার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা করেছে লালবাজার।

আরও পড়ুন: টেট নিয়ে চূড়ান্ত সতর্ক পর্ষদ! নয়া নিয়ম জানালেন গৌতম                                                                                                                                                                                                                                                         আজ, রবিবার রাজ্য জুড়ে প্রাথমিকের টেট। গোটা রাজ্যে প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসবেন। কলকাতায় পরীক্ষার্থীর সংখ্যা দশ হাজার।পরীক্ষার আগেই সকাল সাড়ে ৮টা থেকে রাস্তায় নামবে অতিরিক্ত পুলিশ। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকবেন অন্তত এক জন ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিক। তাঁদের অধীনে থাকবেন একাধিক পুলিশকর্মী। এ ছাড়া, প্রতিটি কেন্দ্রে দু’জন করে সশস্ত্র পুলিশকর্মীও থাকবেন। পরীক্ষা কেন্দ্রের বাইরে জমায়েত আটকাতে নির্দেশ দিয়েছে লালবাজার। কয়েকটি পরীক্ষা কেন্দ্র মিলিয়ে নজরদারির দায়িত্বে থাকবেন অ্যাসিস্ট্যান্ট ও ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকেরা। পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে একাধিক ক্যামেরা লাগাচ্ছে পুলিশ।
পুলিশের তরফে জানা গেছে, শহরতলি থেকে যাঁরা পরীক্ষা দিতে আসবেন, তাঁদের যাতে কোনও সমস্যা না হয় তা খেয়াল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি গার্ডকে। শহরের বিভিন্ন প্রবেশপথে অতিরিক্ত পুলিশকর্মী থাকবেন। এ ছাড়া, বিভিন্ন রেল স্টেশন এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতেও বাড়তি পুলিশকর্মী রাখা হবে।

প্রতিটি কেন্দ্রে নির্বিঘ্নে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া এবং উত্তরপত্র নিয়ে আসা, গোটা প্রক্রিয়াটাই সশস্ত্র পুলিশকর্মীদের উপস্থিতিতে হবে। প্রতিটি কেন্দ্রের দায়িত্বে থাকবেন অন্তত এক জন ইনস্পেক্টর পদমর্যাদার কর্মী।তাঁরাই নিরাপত্তার যাবতীয় বন্দোবস্ত খতিয়ে দেখবেন।

শহরের যে ১৫টি কেন্দ্রে পরীক্ষা হবে, সেইসব কেন্দ্রে সিসি ক্যামেরা, বায়োমেট্রিক পরীক্ষা ছাড়াও পরীক্ষার্থীরা যখন মেটাল ডিটেক্টর পেরিয়ে ঢুকবেন, তখন তাঁদের দ্বিতীয় অ্যাডমিট কার্ডে স্ট্যাম্প মারা হবে। এগুলি ছাড়া পরীক্ষাকন্দ্রে কোনও পরীক্ষার্থী ঢুকতে পারবেন না।

টেটের জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মহকুমা শাসকের দফতরগুলিতে খোলা হয়েছে কন্ট্রোলরুম। বিচ্ছিন্ন সাগরদ্বীপে পরীক্ষার্থীদের আসা যাওয়ার জন্য জলযানের সংখ্যা বাড়ানো হয়েছে।

আলিপুরদুয়ারে প্রাথমিকের টেট পরীক্ষা নিয়ে যাতে পরীক্ষার্থীরা হয়রানির মধ্যে না পড়েন সেজন্য পরীক্ষা স্পেশাল বাস চালাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। ইতিমধ্যে ৬টি বাস চা বাগান-সহ প্রত্যন্ত এলাকায় রওনা দিয়েছে। আলিপুরদুয়ারে খোলা হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর ০৩৫৬৪-৩৫৯২৫২। এই নম্বরে ফোন করে সহযোগিতা পাবেন পরীক্ষার্থীরা।

spot_img

Related articles

শুক্র- শনিতে বন্ধ আন্দামানের আকাশপথ, নয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার পথে ভারত! 

নোটিস টু এয়ারমেন (NOTAM) জারি করে শুক্র ও শনিবার (২৩ - ২৪মে) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ চত্বরে বিমান চলাচল বন্ধ...

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা জাপানের হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকারের

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে পূর্ণ সমর্থন জানিয়েছে জাপান (Japan)। বৃহস্পতিবারই টোকিও যাওয়া ভারতীয় সাংসদদের প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছিলেন...

পুরনো নিয়মেই SSC ! শিক্ষকদের চাকরির পরীক্ষায় বড় বদলের পথে রাজ্য

রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের (School Teachers Recruitment) পরীক্ষায় বড় রদবদল ঘটাতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। ফিরতে চলেছে...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২৩ মে শুক্রবার ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৫৭৫ ₹ ৯৫৭৫০ ₹খুচরো পাকা সোনা ৯৬২৫ ₹ ৯৬২৫০...