Sunday, November 16, 2025

প্রাথমিকের পরীক্ষা শুরুর আগেই রাজ্যজুড়ে মোতায়েন অতিরিক্ত পুলিশবাহিনী

Date:

টেট নির্বিঘ্নে সম্পন্ন করতে চায় রাজ্য তাই পরীক্ষা শুরুর চারঘণ্টা আগে থেকেই অতিরিক্ত পুলিশবাহিনী নামল পরীক্ষা কেন্দ্রের আশেপাশে। পরীক্ষা কেন্দ্রের সুরক্ষার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা করেছে লালবাজার।

আরও পড়ুন: টেট নিয়ে চূড়ান্ত সতর্ক পর্ষদ! নয়া নিয়ম জানালেন গৌতম                                                                                                                                                                                                                                                         আজ, রবিবার রাজ্য জুড়ে প্রাথমিকের টেট। গোটা রাজ্যে প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসবেন। কলকাতায় পরীক্ষার্থীর সংখ্যা দশ হাজার।পরীক্ষার আগেই সকাল সাড়ে ৮টা থেকে রাস্তায় নামবে অতিরিক্ত পুলিশ। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকবেন অন্তত এক জন ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিক। তাঁদের অধীনে থাকবেন একাধিক পুলিশকর্মী। এ ছাড়া, প্রতিটি কেন্দ্রে দু’জন করে সশস্ত্র পুলিশকর্মীও থাকবেন। পরীক্ষা কেন্দ্রের বাইরে জমায়েত আটকাতে নির্দেশ দিয়েছে লালবাজার। কয়েকটি পরীক্ষা কেন্দ্র মিলিয়ে নজরদারির দায়িত্বে থাকবেন অ্যাসিস্ট্যান্ট ও ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকেরা। পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে একাধিক ক্যামেরা লাগাচ্ছে পুলিশ।
পুলিশের তরফে জানা গেছে, শহরতলি থেকে যাঁরা পরীক্ষা দিতে আসবেন, তাঁদের যাতে কোনও সমস্যা না হয় তা খেয়াল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি গার্ডকে। শহরের বিভিন্ন প্রবেশপথে অতিরিক্ত পুলিশকর্মী থাকবেন। এ ছাড়া, বিভিন্ন রেল স্টেশন এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতেও বাড়তি পুলিশকর্মী রাখা হবে।

প্রতিটি কেন্দ্রে নির্বিঘ্নে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া এবং উত্তরপত্র নিয়ে আসা, গোটা প্রক্রিয়াটাই সশস্ত্র পুলিশকর্মীদের উপস্থিতিতে হবে। প্রতিটি কেন্দ্রের দায়িত্বে থাকবেন অন্তত এক জন ইনস্পেক্টর পদমর্যাদার কর্মী।তাঁরাই নিরাপত্তার যাবতীয় বন্দোবস্ত খতিয়ে দেখবেন।

শহরের যে ১৫টি কেন্দ্রে পরীক্ষা হবে, সেইসব কেন্দ্রে সিসি ক্যামেরা, বায়োমেট্রিক পরীক্ষা ছাড়াও পরীক্ষার্থীরা যখন মেটাল ডিটেক্টর পেরিয়ে ঢুকবেন, তখন তাঁদের দ্বিতীয় অ্যাডমিট কার্ডে স্ট্যাম্প মারা হবে। এগুলি ছাড়া পরীক্ষাকন্দ্রে কোনও পরীক্ষার্থী ঢুকতে পারবেন না।

টেটের জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মহকুমা শাসকের দফতরগুলিতে খোলা হয়েছে কন্ট্রোলরুম। বিচ্ছিন্ন সাগরদ্বীপে পরীক্ষার্থীদের আসা যাওয়ার জন্য জলযানের সংখ্যা বাড়ানো হয়েছে।

আলিপুরদুয়ারে প্রাথমিকের টেট পরীক্ষা নিয়ে যাতে পরীক্ষার্থীরা হয়রানির মধ্যে না পড়েন সেজন্য পরীক্ষা স্পেশাল বাস চালাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। ইতিমধ্যে ৬টি বাস চা বাগান-সহ প্রত্যন্ত এলাকায় রওনা দিয়েছে। আলিপুরদুয়ারে খোলা হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর ০৩৫৬৪-৩৫৯২৫২। এই নম্বরে ফোন করে সহযোগিতা পাবেন পরীক্ষার্থীরা।

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version