Saturday, January 10, 2026

নকল বোরোলিনের হদিশ! অভিযোগ পেতেই দোকানে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

Date:

Share post:

বোরোলিনের সঙ্গে বাঙালির আবেগ ওতোপ্রতোভাবে জড়িত।প্রতিটি বাঙালির ঘরে বোরোলিন পাওয়া যাবেই। তবে শীত এলে এর চাহিদা আরও বাড়ে। কারণ শুষ্ক ত্বকে বাঙালির বিশেষ পছন্দের তালিকায় থাকে বোরোলিন। শীত পড়তেই দোকান থেকে কেনা হয়েছে বিশেষ পছন্দের ক্রিমটি। কিন্তু এর ব্যবহারের পরও কোনওরকম সুফল মিলছে না। কাজও হচ্ছে না। তাই বোরোলিন কোম্পানির কাছে অভিযোগ জানিয়েছিলেন ক্রেতারা। অভিযোগ পেতেই কোম্পানির তরফে পুলিশে জানানো হয়। সেই ভিত্তিতেই বাগনান এবং শ্যামপুরে দু’টি দোকানে হানা দিয়ে নকল বোরোলিন উদ্ধার করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। দু’টি দোকান থেকে নকল বোরোলিন উদ্ধার করে তারা।

আরও পড়ুন:FIFA World Cup: বিশ্বকাপের সেমি ফাইনাল ও ফাইনালে নতুন বল! থাকছে অত্যাধুনিক প্রযুক্তি
সূত্রের খবর, সম্প্রতি ওই এলাকার দুটি দোকান থেকে গ্রাহকরা বোরোলিন কেনার পর সেই ধরনের কার্যকারিতা দেখতে পাচ্ছিলেন না।এই নিয়ে তারা বোরোলিন কোম্পানির কাছে অভিযোগ জানিয়েছিলেন। সেই ভিত্তিতেই বোরোলিন কোম্পানি পুলিশকে জানায়।তদন্তে নেমে ময়দানে নামে পুলিশ। শ্যামপুরের দেওড়া বাজারে এবং বাগনানের নুন্টিয়া বাজারে হানা দেয়। সেখানে তারা ওই দুটি দোকান থেকে নকল বোরোলিনের হদিশ পায়। ওই দোকানের বহু মালপত্র বাজেয়াপ্ত করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ওই দুটি দোকানে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হওয়া বোরোলিনের কৌটো, প্যাকেট সবেতেই কোম্পানির ঠিকানা একই দেওয়া রয়েছে এবং বোরোলিনের বাক্সের রংও একই। যা দেখে যে কোনও ব্যক্তির স্বাভাবিকভাবে বোরোলিনটি আসল বলেই মনে হবে। নকল বোরোলিনগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে।

spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...