বেলুড় ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ডে আতঙ্ক! রবিবার হাসপাতাল লাগোয়া ক্যান্টিনের পাশে জমে থাকা স্তূপীকৃত আবর্জনা ও পরিত্যক্ত সামগ্রীতে আগুন লেগে যায়। দাহ্য পদার্থের থাকার জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর দেওয়া হয় দমকলে। হাসপাতালের কর্মী ও এলাকাবাসীরা মিলে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে যায় দমকলের ২টি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।পুলিশ সূত্রে খবর, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। হাসপাতালে থাকা ৮৫ জন রোগী নিরাপদেই রয়েছেন।
আরও পড়ুন- নকল বোরোলিনের হদিশ! অভিযোগ পেতেই দোকানে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ
