Thursday, August 21, 2025

‘রোনাল্ডোকে বসানোর জন‍্য কোন আক্ষেপ নেই’, বললেন পর্তুগালের কোচ ফের্নান্দো স‍্যান্টোস

Date:

ইতিমধ্যে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে সোনার ট্রফি হাতে তোলার স্বপ্ন শেষ হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের। তবে বিশ্বকাপ থেকেও ছিটকে যাওয়ার থেকেও, পর্তুগালের যে বিষয়েটা আলোড়ন ফেলেছে তা হল রোনাল্ডো এবং দলের কোচ ফের্নান্দো স‍্যান্টোসের মধ‍্যে দুজনের সম্পর্ক। বেশ কিছুদিন ধরেই শিরোনামে তাঁরা। বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড ম‍্যাচের পর শনিবার কোয়ার্টার ফাইনালে মরক্কো ম‍্যাচেও রোনাল্ডোকে প্রথম একাদশে রাখেননি ফের্নান্দো। যা নিয়ে তোলপাড় হয়ে ওঠে ফুটবল বিশ্ব। আর এবার রোনাল্ডোকে বসানো নিয়ে মুখ খুললেন পর্তুগালের কোচ। বললেন, রোনাল্ডোকে বসানোর জন‍্য কোন আক্ষেপ নেই।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ফের্নান্দো স‍্যান্টোস বলেন,”রোনাল্ডোকে বসানোর জন্য কোনও আক্ষেপ নেই আমার। ভেবেচিন্তে যদি দল না গঠন করি, তা হলে কিছুই হবে না। সুইজারল্যান্ডের বিরুদ্ধে যে দলটা দারুণ খেলেছে, সেটাই খেলিয়েছি। সেই দল মরক্কোর বিরুদ্ধে বদলানোর কোনও কারণ ছিল না। ”

শনিবার রাতে বিশ্বকাপে শেষবারের মতন দেখা গেল সিআরসেভেনকে। আর দেশের জার্সি গায়ে বিশ্বকাপের আসরে দেখা যাবে না রোনাল্ডোকে। তবে দেশের জার্সি অন‍্য ম‍্যাচে নামবেন কিনা, তা নিয়ে এখনও কিছু জানাননি পর্তুগিজ তারকা। এই নিয়ে ফের্নান্দো বলেন,” কৌশলের খাতিরে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। কিন্তু হৃদয় দিয়ে সিদ্ধান্ত নিলে চলবে না। মস্তিষ্ক কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতে হবে। রোনাল্ডো আর ভাল ফুটবলার নয় এমন কথা কখনওই বলছি না। ওকে বসানোর সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।”

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version