Thursday, December 18, 2025

“হিমাচলবাসীকে স্বচ্ছ-সৎ সরকার উপহার দেব”: মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে মন্তব্য সুখুর

Date:

Share post:

হিমাচল প্রদেশের নয়া মুখ্য়মন্ত্রী সুখবিন্দর সিং সুখু (Sukhwinder Singh Sukhu)। রবিবার মুখ্যমন্ত্রী (Chief Minister) পদে শপথ নিলেন তিনি। মুখ্যমন্ত্রী পদে প্রথম থেকেই দাবিদার ছিলেন সুখবিন্দর। পাশাপাশি উপমুখ্যমন্ত্রী হিসাবে নতুন দায়িত্ব পেলেন মুকেশ অগ্নিহোত্রী (Mukesh Agnihotri)। বিজেপিকে (BJP) হারিয়ে পাহাড়ি এই রাজ্যের ক্ষমতা দখল করেছে কংগ্রেস। আর সেই কংগ্রেস পরিচালিত সরকারের ব্যাটন এবার নিজের হাতেই নিলেন সুখবিন্দর সিং সুখু। সিমলাতে এদিন শপথ নেন নতুন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge), কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi), প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের একাধিক উচ্চপদস্থ নেতা কর্মীরা। তবে এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আনন্দ-উল্লাসে মাতেন কংগ্রেস কর্মী সমর্থকরা। রীতিমতো বাদ্য়যন্ত্র বাজিয়ে আনন্দোৎসবে মেতে ওঠেন তাঁরা।

রবিবার দুপুর দেড়টা নাগাদ রাজভবনে হিমাচলের ১৫তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সুখবিন্দর সিং। তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মুকেশ অগ্নিহোত্রীও। বহু বছর পর বীরভদ্র সিংহ এবং তাঁর পরিবারের বাইরে কেউ কংগ্রেসের টিকিটে জিতে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন। তবে মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব কে সামলাবেন? তা নিয়েই দলের অন্দরে শুরু হয় চর্চা। দলের মধ্যেই মুখ্যমন্ত্রী পদের একাধিক দাবিদার তৈরি হওয়ায় অস্বস্তিতে পড়তে হয় হাত শিবিরকে। বীরভদ্রের স্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভানেত্রী প্রতিভা সিং (Prativa Singh) প্রয়াত স্বামীর স্মৃতি উস্কে দিয়ে মুখ্যমন্ত্রী পদে তাঁকে বা তাঁর বিধায়ক পুত্র বিক্রমাদিত্যকে বসানোর দাবি জানান। কিন্তু শেষমেশ কংগ্রেস হাইকম্যান্ডের তরফে সুখুর নামেই সিলমোহর দেওয়া হয়।

শপথগ্রহণের পর হিমাচল প্রদেশের নয়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমরা নির্বাচনের আগে ১০টি প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেগুলি পালন করতে আমরা বদ্ধপরিকর। আমরা স্বচ্ছ ও সততার সরকার হিমাচলবাসীকে উপহার দেব। তিনি আর জানান, প্রথম ক্যাবিনেট মিটিংয়েই আমরা ওল্ড পেনশন স্কিম চালু করব।

spot_img

Related articles

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...

২৯ ডিসেম্বরেই দুর্গাঙ্গনের শিলান্যাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

২৯ ডিসেম্বর শিলান্যাস হবে দুর্গাঙ্গনের (Durgangan)। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে শিল্প কনক্লেভে মঞ্চ থেকেই শিলান্যাস অনুষ্ঠানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

মেদিনীপুর-বর্ধমান ম্যাচ ড্র, জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য হাওড়া-হুগলির

বেঙ্গল সুপার লিগের(Bengal Super League) ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল এফসি মেদিনীপুর এবং বর্ধমান ব্লাস্টার্স। দুই দলই জয়েই ফিরতে...