Monday, January 5, 2026

পট পরিবর্তনের জন্য অপেক্ষা করছে মেঘালয়: শিলংয়ে রাজনৈতিক পালাবদলের ডাক অভিষেকের

Date:

Share post:

পাখির চোখ মেঘালয়ের (Meghalay) বিধানসভা নির্বাচন। এখন সেখানে বিরোধীদল তৃণমূল কংগ্রেস। তিনদিনের সফরে মেঘালয়ে গিয়ে মঙ্গলবার শিলংয়ের কর্মিসভা থেকে রাজ্যে পট পরিবর্তনের ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী ফেব্রুয়ারি মাসে মেঘালয় ও ত্রিপুরায় (Tripura) বিধানসভা নির্বাচন। সেখানে এখন প্রধান বিরোধীদল তৃণমূল। সোমবার ৩দিনের সফরে মেঘালয় গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই মঙ্গলবার সকালে একটি কর্মিসভার আয়োজন করা হয়। আর সেই সভা থেকেই মেঘালয়ের বর্তমান শাসকদল বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণালেন অভিষেক।

তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, মেঘালয় পট পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনের পর মেঘালয় গণতান্ত্রিক সরকার গঠিত হবে। গুয়াহাটি থেকে নয়, মেঘালয়ই মেঘালয় শাসন করবে- স্পষ্ট কটাক্ষ বিজেপির বিরুদ্ধে। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য তৃণমূলের লড়াইয়ের কথা তুলে ধরেন অভিষেক। মঙ্গলবার, সকালে কর্মিসভা শুরুর আগে শিলং এর পাইন উড গেস্ট হাউসে মুখরো বর্ডার সংঘর্ষে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকার চেক তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমবেদনা জানান স্বজনহারা পরিবারগুলিকে। এই ঘটনা উল্লেখ করে অভিষেক বলেন, কোনও রাজনৈতিক দলের নেতৃত্ব এই স্বজনহারা পরিবারদের পাশে দাঁড়ায়নি। কিন্তু তৃণমূল সুপ্রিমো দাঁড়িয়েছেন। মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়নের স্বার্থে, অধিকারের জন্য লড়াই করে তৃণমূল।

অভিষেক অভিযোগ করেন, তৃণমূলকে ভয় পায় বলেই বিজেপি তাদের এজেন্সি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। যে কোনও রাজ্যে ক্ষমতা দখল করার ক্ষেত্রে বিজেপি নেতৃত্বের একটাই স্লোগান থাকে, ‘ডবল ইঞ্জিন সরকার’। এদিন মেঘালয়ের ‘ডবল ইঞ্জিন সরকার’ নিয়ে তীব্র কটক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কী উন্নয়ন করেছে বর্তমান সরকার! খাসি-গারো ভাষা সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য মেঘালয়ের বিজেপি সরকার কতবার দিল্লিতে দরবার করেছে? প্রশ্ন তোলেন অভিষেক।

তৃণমূলের জোড়াফুলের তিনটি পাঁপড়ির তাৎপর্যও ব্যাখা করেন অভিষেক। বলেন, ৩টি পাঁপড়ি তিনটি পাহাড়ের প্রতীক- খাসি, গারো, জয়ন্তীয়া। তৃণমূল সাংসদের কথায় “আমরা জানি সূর্য পূর্ব দিকে উদিত হয়। এবার উন্নয়নের সূর্যোদয় ঘটবে পূর্ব এবং উত্তর-পূর্ব থেকে।“ বড়দিনের বিশেষ উৎসব হয় পার্বত্য রাজ্যেয সেখানকার মানুষকে বড়দিন এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরা ও ঘেঘালয়ে রাজ্যেই প্রার্থী দিতে চায় তৃণমূল। এখন থেকেই সেই প্রস্তুতি শুরু করে দিল জোড়াফুল শিবির। কংগ্রেস ছেড়ে ১১ জন বিধায়ক যোগ দেওয়ায় তৃণমূলেই এখন এই পাহাড়ি রাজ্যে এখন প্রধান বিরোধী দল। এবার সেখানে রাজনৈতিক পালাবদলের ডাক দিলেন অভিষেক।

 

spot_img

Related articles

পুত্রসন্তানের জন্মে সোনালিকে শুভেচ্ছা, ফুল-মিষ্টি পাঠাবেন মুখ্যমন্ত্রী

গঙ্গাসাগর সেতু শিলান্যাসের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দেন পুত্র সন্তানের জন্ম দেওয়ায় তিনি সোনালিকে ফুল...

সাতগাছিয়ায় সেবাশ্রয় ২ শিবির পরিদর্শন অভিষেকের, আপ্লুত স্থানীয়রা

নিজের লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের কাছে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রয় শিবির করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

T20 WC: মোটা অঙ্কের ক্ষতির সম্ভাবনা ভারতের, নির্বাসিত হবে বাংলাদেশ?

মাত্র এক মাস পর টি২০ বিশ্বকাপ (T20 World Cup)। তার আগে ভারত থেকে ম্যাচ সরানোর দাবি তুলেছে বাংলাদেশ...

ভারত সেবাশ্রম সংঘের মহারাজের নাম বাদ! ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, সঙ্ঘ জানাল, “দিদির সঙ্গে ছিলাম, আছি, থাকব।”

৪০ বছর আছি, সাধনা করছি, আমার নামও বাদ গিয়েছে- সোমবার, গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘের মহারাজের এই অভিযোগ শুনে...