Wednesday, November 5, 2025

আজ সেমিফাইনালে আর্জেন্তিনার মুখোমুখি ক্রোয়েশিয়া, জিততে মরিয়া নীল-সাদার দল

Date:

আজ থেকে শুরু কাতার বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব। প্রথম সেমিফাইনালে আর্জেন্তিনার মুখোমুখি ক্রোয়েশিয়া। পরস্পরের মুখোমুখি হওয়ার আগে অদ্ভুতভাবে একই বিন্দুতে দাঁড়িয়ে লিওনেল মেসি ও লুকা মদ্রিচ। দু’জনেই এর আগে একটা করে বিশ্বকাপ ফাইনাল খেলে শূন্যহাতে দেশে ফিরেছেন। দু’জনেরই এটা শেষ বিশ্বকাপ। আবার দু’জনের পারফরম্যান্সের উপরেই নির্ভর করছে তাঁদের দেশের ভাগ্য। এবার আরও একটা বিশ্বকাপ ফাইনাল থেকে একটা জয়ের দূরত্বে দাঁড়িয়ে মেসি ও মদ্রিচ।

মঙ্গলবার রাতের ম্যাচে শেষ হাসি হাসবেন কে? মহারণের আগে মিডিয়ার মুখোমুখি হয়ে আর্জেন্তিনা কোচ লিওনেল স্কালোনির মুখে মদ্রিচের ঢালাও প্রশংসা। তিনি বলেন, ‘‘মদ্রিচকে মাঠে খেলতে দেখা মানেই অনাবিল আনন্দ। ও শুধু অসাধারণ ফুটবলারই নয়, অত্যন্ত শ্রদ্ধেয় ফুটবল ব্যক্তিত্ব।’’

একই সঙ্গে স্কালোনির আশা, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন মেসি। আর্জেন্তাইন কোচের বক্তব্য, ‘‘আশা করি, লিও বিশ্বকাপের পরেও আমাদের হয়ে খেলা চালিয়ে যাবে। দেখা যাক, ও কী সিদ্ধান্ত নেয়।’’ দলের আরেক তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি’মারিয়াকে কোয়ার্টার ফাইনালে শেষ দিকে মাঠে নামিয়েছিলেন। সেমিফাইনালে কি ডি’মারিয়া শুরু থেকে খেলবেন। স্কালোনি বলছেন, ‘‘ডি’মারিয়া ফিট। তবে প্রথম দলে থাকবে কিনা এই মুহূর্তে বলা সম্ভব নয়।’’

এদিকে, অধরা বিশ্বকাপ ট্রফিটা পেতে মেসি যে কতটা মরিয়া, সেটা তাঁর আচরণেই ধরা পড়ছে। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর আর্জেন্টাইন মহাতারকা যেভাবে মেজাজ হারিয়ে বিপক্ষ শিবিরের কোচ ও ফুটবলারদের কটূক্তি করেছেন, তা এক কথায় ব্যতিক্রমী! মেসি নিজেও জানেন, ক্রোয়েশিয়ার কোচ জলাটকো দালিচ তাঁকে আটকানোর জন্য বিশেষ রণকৌশল তৈরি রাখছেন। পাল্টা রণনীতি সাজাচ্ছেন এলএম টেনও। তাঁকে রুখতে ক্রোট ফুটবলাররা নিজেদের বড় শরীর ব্যবহার করবেই। তাই গত কয়েকটা দিন জিমে বাড়তি সময় কাটিয়েছেন।

আরও পড়ুন:আজ বিশ্বকাপের সেমিফাইনাল, মুখোমুখি মেসি বনাম লুকা মদ্রিচ, তার আগে একনজরে দুই তারকার কিছু সাফল্যের মুহূর্ত

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version