Sunday, November 16, 2025

OIC পাক মুখপাত্রের মতো আচরণ করছে, POK ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া ভারতের

Date:

অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের (OIC) মহাসচিব হিসেন ব্রাহিম ত্বহা’র পাকিস্তান অধিকৃত কাশ্মীর(POK) সফর ও তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করল ভারত(India)। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী(Arindam Bagchi) বলেন, যে কাশ্মীর(Kashmir) সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার এই গোষ্ঠীর নেই। তিনি বলেন, পাকিস্তান(Pakistan) মুখপাত্রের মতো আচরণ করছে ওআইসি। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তাদের হস্তক্ষেপ একেবারেই অগ্রহণযোগ্য।

পাকিস্তান সফরে পাক অধিকৃত কাশ্মীরে (PoK) গিয়েছিলেন সেক্রেটারি জেনারেল হিসেইন ব্রাহিম তাহা। সেখানে তিনি বলেন, এই এলাকার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অরিন্দম বাগচী বলেন, “ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও হস্তক্ষেপ করার ওআইসি এবং এর মহাসচিবের যে কোনও প্রচেষ্টা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।” তিনি বলেন, ওআইসি এরই মধ্যে বিভিন্ন ইস্যুতে স্পষ্টভাবে সাম্প্রদায়িক, পক্ষপাতদুষ্ট এবং বাস্তবিকভাবে ভুল পদ্ধতির জন্য তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।

উল্লেখ্য, ত্বহা ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের পাকিস্তান সফরে ছিলেন। এই সময় তিনি পাক অধিকৃত কাশ্মীরেও গিয়েছিলেন এবং কাশ্মীর নিয়ে মন্তব্য করেন। এরপরই বাগচী বলেন, “আমরা আশা করি ওআইসি ভারতে বিশেষ করে জম্মু ও কাশ্মীরে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রচারের পাকিস্তানের ঘৃণ্য এজেন্ডা পূরণে অংশীদার হওয়া থেকে বিরত থাকবে।” এর আগে, ওআইসি মহাসচিব বলেছিলেন সংস্থাটি পাকিস্তান ও ভারতের মধ্যে কাশ্মীর ইস্যুতে আলোচনার উপায় খুঁজে বের করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। ত্বহা ১১ ডিসেম্বর মিডিয়াকে বলেন, “আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার পথ খুঁজে বের করা এবং আমরা পাকিস্তান সরকারের সহযোগিতায় এই বিষয়ে একটি কর্ম পরিকল্পনা নিয়ে কাজ করছি এবং অন্যান্য সদস্য দেশগুলিও কাজ করছে।” ত্বহার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল চকোঠি সেক্টরে গিয়েছিল পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির আমন্ত্রণে।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version