Sunday, August 24, 2025

সাকেতকে কর্মিসভার মঞ্চে ডেকে বসিয়ে গ্রেফতারি নিয়ে তীব্র প্রতিবাদ মমতার

Date:

তৃণমূল সুপ্রিমোর রাজস্থান সফরের সময়ই গ্রেফতার হন তৃণমূলের (TMC) জাতীয় মুখপাত্র সাকেত গোখলের (Saket Gokhale)। এই নিয়ে তীব্র প্রতিবাদে নাম তৃণমূল। সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন সাকেত। মঙ্গলবার, শিলংয়ে তৃণমূলের কর্মিসভায় তাঁকে মঞ্চে ডেকে নিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। সাকেতের গ্রেফতারির তীব্র নিন্দা করে তৃণমূল সুপ্রিমো বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই গ্রেফতারি।

গত সপ্তাহে গুজরাট (Gujarat) ভোটের ঠিক পরেই জয়পুর বিমানবন্দর থেকে সাকেতকে গ্রেফতার করে আহমেদাবাদ নিয়ে যায় পুলিশ। ঘটনার তীব্র প্রতিবাদ করে তৃণমূল। পরে জামিনে মুক্ত হন সাকেত। এদিন শিলংয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে কর্মিসভার মঞ্চে তাঁকে ডেকে বসান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, সাকেতকে অত্যন্ত হেনস্থা করা হয়েছে। জয়পুর বিমানবন্দর থেকে গ্রেফতার করে আহমেদাবাদ নিয়ে যাওয়া হয়। মোরবি কাণ্ড নিয়ে টুইট করে ছিলেন সাকেত। তার জন্যই এই হেনস্থা। এরপরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, নেতা হতে গেলে, আগে ধৈর্যশীল হতে হবে। শাসন নয়, মানুষকে ভালোবাসতে হবে। তৃণমূল সুপ্রিমো জানান, তথ্য জানার অধিকার আইনের ক্ষেত্রে সাকেত রাজা। তিনি হৃদরোগী। একবার জামিন পাওয়ার পরেও ফের তাঁকে গ্রেফতার করা হয়। এরপরে, মঞ্চে জাতীয় মুখপাত্রকে বসিয়েই ভাষণ দেন মমতা।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version