Thursday, November 13, 2025

We Card: ক্ষমতায় এলে বাংলার ধাঁচে মেঘালয়ে চালু হবে ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ঘোষণা মমতার

Date:

নারী ক্ষমতায়নে বাংলার বহুল জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার(Lakhsmir Vandar) এবার মেঘালয়ে চালুর প্রতিশ্রুতি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামী ২ মাস পর মেঘালয়ে নির্বাচন(Meghalaya Election)। তার আগে মঙ্গলবার শিলংয়ে দাঁড়িয়ে মমতা প্রতিশ্রুতি দিলেন, ক্ষমতায় এলে বাংলার মতো মেঘালয়েও মহিলাদের ১ হাজার টাকা করে দেবে তৃণমূল। অবশ্য মেঘালয়ের জন্য এই প্রকল্পের নাম হবে ‘উই কার্ড (We Card)।’

মঙ্গলবার শিলংয়ে ইউ সোসো থাম অডিটোরিয়ামে তৃণমূলের কর্মীসভায় একটি তথ্যচিত্র দেখানো হয়। সেখানে বলা হয় তৃণমূল সরকার এখানে তৈরি হলে বাড়ি বাড়ি পৌঁছে যাবে উই কার্ড। ইতিমধ্যেই মেঘালয়ে মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে এই সংক্রান্ত ফর্ম ফিলআপ করাতে শুরু করেছেন তৃণমূল কর্মীরা। তথ্যচিত্রে দেখানো হয়েছে, একটি স্মার্ট কার্ড দেওয়া হবে। তা স্ক্র্যাচ করলেই টাকা তুলতে পারবেন। প্রতি মাসে ওই কার্ডে এক হাজার টাকা করে ট্রান্সফার করবে সরকার। এদিন একজনের হাতে সেই প্রতীকী কার্ডও তুলে দেন মমতা। পাশাপাশি এদিনের কর্মীসভা থেকে বাংলার উন্নয়ন ও নারী ক্ষমতায়নের দিকটি তুলে ধরে রাজ্যের একাধিক জনমুখী প্রকল্পের উদাহরণ দেন তৃণমূল নেত্রী। যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি উঠে আসে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো একাধিক প্রকল্প। এছাড়াও বাংলায় যেভাবে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই ধাঁচে মেঘালয়েও হেলথ স্কিম চালু করার অঙ্গীকার করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, গুয়াহাটি থেকে মেঘালয় শাসন নয় মেঘালয়কে শাসন করবে মেঘালয়ের ভূমিপুত্র। সময় এসেছে পরিবর্তনের। কুয়াশা ঢাকা মেঘ নয়, নতুন সকাল দেখবে মেঘালয়।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version