Monday, November 10, 2025

স্কুল ছাত্রীর মুখে অ্যাসিড, মর্মান্তিক ঘটনা দিল্লির রাস্তায়

Date:

ফের অ্যাসিড হামলা (Acid attack)। এবার শিকার ১৭ বছর বয়সী এক স্কুলছাত্রী (School student)। দিল্লিতে (Delhi) প্রকাশ্য রাস্তায় অ্যাসিড ছুঁড়ে দেওয়া হল এক কিশোরীর মুখে। বুধবার (Wednesday) সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকা (Dwarka) এলাকায়। অভিযোগ ওই কিশোরী রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই তার মুখে অ্যাসিড ছুঁড়ে দেয় দুই বাইক আরোহী। পুলিশ সূত্রে খবর, গুরুতর আহত অবস্থায় কিশোরীকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। অবস্থা সংকটজনক।

মর্মান্তিক এই ঘটনার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় (CCTV camera)। ভিডিওতে দেখা গেছে, দুই কিশোরী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তখনই একটি বাইক গতি কমিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। বাইকে ছিল দুই যুবক। তাদের মধ্যে একজন হঠাৎই এক কিশোরীর দিকে একটি তরল পদার্থ ছুঁড়ে দেয়। সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরে দৌড়াতে থাকে কিশোরীটি। সঙ্গে প্রচন্ড আর্তনাদ। দ্রুত বাইকের গতি বাড়িয়ে পালিয়ে যায় অভিযুক্ত বাইক আরোহীরা।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুই বাইক আরোহীকেই চিহ্নিত করেছে কিশোরী। ইতিমধ্যেই আটক করা হয়েছে একজনকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ। অন্য অভিযুক্তকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

ঘটনার ভয়াবহতায় বিধ্বস্ত কিশোরীর বাবা। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁর মেয়ের মুখে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে। কিছুটা এসে লেগেছে চোখেও। অবস্থা সংকটজনক। তিনি বলেন, “আমার দুই মেয়ে। এক জনের বয়স ১৭ এবং অন্য জনের ১৩। বুধবার সকালে তারা একসঙ্গে বাইরে যায়। হঠাৎ দুই বাইক আরোহী আমার বড় মেয়ের দিকে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায়। ‌হামলাকারীরা নিজেদের মুখ ঢেকে রেখেছিল।”

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version