Sunday, August 24, 2025

স্কুল ছাত্রীর মুখে অ্যাসিড, মর্মান্তিক ঘটনা দিল্লির রাস্তায়

Date:

ফের অ্যাসিড হামলা (Acid attack)। এবার শিকার ১৭ বছর বয়সী এক স্কুলছাত্রী (School student)। দিল্লিতে (Delhi) প্রকাশ্য রাস্তায় অ্যাসিড ছুঁড়ে দেওয়া হল এক কিশোরীর মুখে। বুধবার (Wednesday) সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকা (Dwarka) এলাকায়। অভিযোগ ওই কিশোরী রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই তার মুখে অ্যাসিড ছুঁড়ে দেয় দুই বাইক আরোহী। পুলিশ সূত্রে খবর, গুরুতর আহত অবস্থায় কিশোরীকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। অবস্থা সংকটজনক।

মর্মান্তিক এই ঘটনার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় (CCTV camera)। ভিডিওতে দেখা গেছে, দুই কিশোরী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তখনই একটি বাইক গতি কমিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। বাইকে ছিল দুই যুবক। তাদের মধ্যে একজন হঠাৎই এক কিশোরীর দিকে একটি তরল পদার্থ ছুঁড়ে দেয়। সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরে দৌড়াতে থাকে কিশোরীটি। সঙ্গে প্রচন্ড আর্তনাদ। দ্রুত বাইকের গতি বাড়িয়ে পালিয়ে যায় অভিযুক্ত বাইক আরোহীরা।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুই বাইক আরোহীকেই চিহ্নিত করেছে কিশোরী। ইতিমধ্যেই আটক করা হয়েছে একজনকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ। অন্য অভিযুক্তকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

ঘটনার ভয়াবহতায় বিধ্বস্ত কিশোরীর বাবা। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁর মেয়ের মুখে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে। কিছুটা এসে লেগেছে চোখেও। অবস্থা সংকটজনক। তিনি বলেন, “আমার দুই মেয়ে। এক জনের বয়স ১৭ এবং অন্য জনের ১৩। বুধবার সকালে তারা একসঙ্গে বাইরে যায়। হঠাৎ দুই বাইক আরোহী আমার বড় মেয়ের দিকে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায়। ‌হামলাকারীরা নিজেদের মুখ ঢেকে রেখেছিল।”

Related articles

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...
Exit mobile version