Sunday, May 4, 2025

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্তিনা, ক্রোয়েশিয়াকে হারাল ৩-০ গোলে

Date:

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্তিনা। মঙ্গলবার রাতে সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারাল ৩-০ গোলে। আর্জেন্তাইনদের হয়ে জোড়া গোল জুলিয়ান আলবারেসের। একটি গোল লিওনেল মেসির।২০১৪ পর আবারও বিশ্বকাপের ফাইনালে মেসির দল।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় আর্জেন্তিনা। তবে পাল্টা আক্রমণ করতে ভোলেনি ক্রোয়েশিয়া। তবে এরই মাঝে ম‍্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি পায় নীল-সাদার দল। বক্সের মধ্যে আলবারেসকে ফাউল করেন লিভাকোভিচ। পেনাল্টি দেন রেফারি। আর সেই সুযোগ কাজে লাগাতে এতটুকু ভুল করেননি মেসি।গোলরক্ষকের বাঁ দিক দিয়ে জালে বল জড়িয়ে দেন তিনি। আর্জেন্তিনাকে ১-০ এগিয়ে দেন লিও। এই গোল করার সঙ্গে সঙ্গেই নজির গড়েন মসি। বিশ্বকাপে আর্জেন্তিনার হয়ে ১১ গোল করলেন লিও। টপকে গেলেন গ‍্যাব্রিয়েল বাতিস্তুকে। শীর্ষে মেসি। দ্বিতীয় স্থানে ১০ গোল নিয়ে বাতিস্ততা। তৃতীয়তে ৮ গোল নিয়ে কিংবদন্তি মারাদোনা। মেসি এদিন গোল করায় চলতি বিশ্বকাপে নিজের পঞ্চম গোলও করে ফেললেন তিনি। এরপর ম‍্যাচের ৩৯ মিনিটে দ্বিতীয় গোল পায় স্কালোনির দল। আর্জেন্তিনার হয়ে ২-০ করেন জুলিয়ান আলবারেস। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের ব‍্যবধান বাড়াতে নীল-সাদার দল। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধে ফলাফল থাকে ২-০।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ অনেক বেশি  ক্রোয়েশিয়ার। আক্রমণে লোক বাড়ায় কোচ দালিচ। কিন্তু নিজেদের রক্ষণ মজবুত রাখে আর্জেন্তিনা। ফলে গোলের মুখ খুলতে পারেনি ক্রোয়েশিয়া। রক্ষণাত্মক খেললেও হঠাৎই প্রতি আক্রমণ থেকে উঠে আসে নীল-সাদার দল। যার ফলে ম‍্যাচের ৬৯ মিনিটে তৃতীয় গোল পায় আর্জেন্তিনা। দলের হয় তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন আলবারেস। ডান প্রান্তে সাইড লাইনের কাছে বল ধরে ডিফেন্ডারকে ঘাড়ের কাছে নিয়ে এগিয়ে যান মেসি। পায়ের কাজ দেখাতে দেখাতে বক্সে ঢোকেন লিও। তারপরে বল রাখেন আলবারেসের কাছে। ডান পায়ে গোল করেন তিনি। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি আর্জেন্তিনা।

 

Related articles

এসএসসি রায় পুণর্বিবেচনা: সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন রাজ্যের

রাজ্যের স্কুলগুলি চলার স্বার্থে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের চাকরি বাতিলের পদ্ধতি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেটা...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

৪ মে রবিবার ২০২৫১ গ্রাম        ১০ গ্রামপাকা সোনার বাট       ৯৩৯০ ₹    ৯৩৯০০...

আইরিশ গাল্রফ্রেন্ডের সঙ্গে নতুন পথ চলা শুরু শিখর ধওয়ানের

নতুন সম্পর্কের পথে চলা শুরু শিখর ধওয়ানের(Shikhar Dhawan)। হ্যাঁ কয়েকদিন আগে তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে সেই কথা জানিয়ে...

রাষ্ট্রপতি শাসন! রাজ্যপালের সামশেরগঞ্জ-রিপোর্ট বিজেপি-কে খুশি করতে, তোপ তৃণমূলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির প্রায় একমাস পার। জনজীবন স্বাভাবিক করে স্থানীয় মানুষ নিত্যদিনের কাজ থেকে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক করেছে।...
Exit mobile version