Sunday, May 4, 2025

গোবিন্দভোগ চালে শুল্ক প্রত্যাহারের দাবিতে সংসদে সরব সুদীপ

Date:

Share post:

জনপ্রিয় গোবিন্দভোগ চালে বাড়তি শুল্ক বসিয়েছে কেন্দ্রীয় সরকার(Central Govt)। অবিলম্বে এই শুল্ক প্রত্যাহারের দাবিতে লোকসভায়(Parliament) সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Banerjee)। তাঁর দাবি, গোবিন্দভোগ চালের(Gobindobhov Rice) খ্যাতি রয়েছে দেশজুড়ে। বাসমতি চালকে ২০ শতাংশ আমদানি শুল্কের বাইরে রাখা হয়েছে। অথচ কেন গোবিন্দভোগ চালের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হচ্ছে না?

বুধবার সংসদে বাজেট অতিরিক্ত বরাদ্দ নিয়ে আলোচনায় অংশ নেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, গোবিন্দভোগ চালের খ্যাতি রয়েছে দেশজুড়ে। গোবিন্দভোগ চাল বাসমতি চালের থেকে কোনও অংশে কম নয়। বাসমতি চালকে ২০ শতাংশ আমদানি শুল্কের বাইরে রাখা হয়েছে। তাহলে কেন গোবিন্দভোগ চালের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হচ্ছে না। অবিলম্বে গোবিন্দভোগ চালের ক্ষেত্রেই একই কর কাঠামো চালুর দাবি করেন তিনি।

একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে আর্থিকভাবে বঞ্চনা করা হচ্ছে বলে লোকসভায় মন্তব্য করেন তিনি। তাঁর মতে, স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি ব‍‍ঞ্চিত পূর্বাঞ্চল। তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে বলে উল্লেখ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন খাতে রাজ্যের বকেয়া দ্রুত মেটানোর দাবি তোলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া মুখ্যমন্ত্রীর চিঠিগুলো প্রমাণ হিসেবে দেখান তিনি। পাশাপাশি স্মরণ করিয়ে দেন, রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গে দেখা করেছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল। তাঁদের আশ্বাস দেওয়ার পরেও টাকা মেটানো হয়নি।

spot_img
spot_img

Related articles

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...