Monday, August 25, 2025

শরদ পাওয়ারের দল এনসিপি(NCP) ছেড়ে তৃণমূলে(TMC) যোগ দিলেন প্রাক্তন সাংসদ মজিদ মেমন(Majeed Memon)। বুধবার দিল্লিতে(Delhi) তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Braine) ও সৌগত রায়ের(Sougata Roy) উপস্থিতে তৃণমূলে যোগ দেন তিনি। উল্লেখ্য, মঙ্গলবারই তৃণমূলের তরফে জানানো হয়েছিল একজন বড় মাপের নেতা তাদের শিবিরে আসতে চলেছেন। সেইমতো বুধবার তৃণমূলে এলেন মহারাষ্ট্রের এই দাপুটে রাজনৈতিক নেতা।

এদিন তৃণমূলে যোগ দিয়ে মজিদ বলেন, “দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষার করার জন্য বিজেপিকে হারাতে হবে। তৃণমূল যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে রুখে দিয়েছে, তা প্রশংসনীয়। তাই আমার মনে হয় ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই আমরা বিজেপিকে সরাতে পারব। তাই তাঁর এমন লড়াই থেকে অনুপ্রেরণা নিয়েই তৃণমূলে যোগ দিলাম।” তিনি আর জানান, “আমি এনসিপিতে কারও সঙ্গে ঝগড়া বা মনোমালিন্যের কারণে দল ছাড়িনি। শরদ পওয়ার ও মমতা একই লক্ষ্য নিয়ে রাজনীতি করছেন। আমি এ বার মমতার হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করব”। এর পাশাপাশি এদিন প্রশ্ন ওঠে এনসিপিতে মনোনয়ন না পেয়েই কি তৃণমূলে যোগ দিচ্ছেন তিনি। জবাবে মেমন বলেন, এ বিষয়ে আমি কিছুই বলব না। যা সিদ্ধান্ত নেওয়ার দল জানাবে। আমি লোভ বা অন্য কোনও কারণে তৃণমূলে যোগ দিইনি। আমি একজন সৈনিক হিসেবে যোগদান করেছি। নেতা যেমন নির্দেশ দেবেন, তেমনই চলব।

উল্লেখ্য, ২০১৪ -২০২০ সাল পর্যন্ত মহারাষ্ট্র থেকে শরদ পাওয়ারের দল ন্যাশালিস্ট কংগ্রেস পার্টির টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন মজিদ। ওই সময় আইন মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির সদস্যও ছিলেন তিনি। সংসদে মোদী সরকারের তীব্র সমালোচক হিসেবে জাতীয় রাজনীতিতে পরিচিত এই নেতা।

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version