Monday, November 3, 2025

ফ্রান্সকে সমীহ মরক্কোর, দলগত সংহতি, উজ্জীবিত ফুটবল দিয়েই ফুটবল বিশ্বকে চমকে দিতে চায় তারা

Date:

আজ সেমিফাইনালে নামছে মরক্কো। প্রতিপক্ষ গত বিশ্বকাপের চ‍্যাম্পিয়ন ফ্রান্স। সেমিফাইনালে উঠেই কাজ শেষ হয়নি মরক্কোর। বরং নতুন করে আবারও বিশ্বকাপের মঞ্চে নিজেদের ইতিহাস লিখতে চান আশরাফ হাকিমি, শোফিয়ান বোউফলরা। বুধবার সেমিফাইনালে সামনে বিশ্বচ্যাম্পিয়ন কিলিয়ান এমবাপেদের ফ্রান্স। কিন্তু তাতেও উদ্বিগ্ন নয় মরক্কো শিবির। বরং দলগত সংহতি, উজ্জীবিত ফুটবল দিয়েই আরও একবার ফুটবল বিশ্বকে চমকে দিতে চায় আফ্রিকার ফুটবলের অ্যাটলাস লায়ন্স।

শেষ চারের লড়াইয়ের আগে মরক্কোর কোচ ওয়ালিদ রেগ্রাগুই জানিয়ে দিলেন, ব্যক্তিগত নৈপুণ্যে ফ্রান্স দলে অনেকে এগিয়ে থাকলেও তাঁরা কোনও একজনের উপর ফোকাস রাখতে চান না। রেগ্রাগুইয়ের কথায়, ‘‘কিলিয়ান এমবাপেকে আটকাতে আমার কোনও বিশেষ ট্যাকটিক্যাল গেমপ্ল্যান থাকবে না। ফ্রান্স দলে আরও ভাল খেলোয়াড় আছে। গ্রিজম্যান ওর সেরা খেলাটা খেলছে। কিলিয়ানকে সঙ্গত করে অন্য প্রান্তে ভাল খেলছে ডেম্বেলে। আমরা যদি শুধু কিলিয়ানে ফোকাস করি, তাহলে বড় ভুল হবে। ওরা বিশ্ব চ্যাম্পিয়ন। ওদের বিশ্বসেরা খেলোয়াড়রা রয়েছে। দলগতভাবে আমরা ফ্রান্সকে সমস্যায় ফেলতে চাই।’’

মরক্কোর কোচ বলেন, ‘‘আমার থেকে এমবাপেকে নিয়ে বেশি জানে আশরাফ হাকিমি। পিএসজি-তে ওরা একসঙ্গে খেলে। রাইট ব্যাকে ও খেলবে। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় আশরাফ। কিলিয়ানের সঙ্গে ওর দারুণ লড়াই হবে।’’

রেগ্রাগুইয়ের সংযোজন, ‘‘আমরা ফেভারিট নই কিন্তু আত্মবিশ্বাসী, ক্ষুধার্ত এবং উচ্চাকাঙ্ক্ষী। অনেকে হয়তো বলবে, আমি পাগল। কিন্তু একটু পাগলামি ভাল।’’ দুই সেন্টার ব্যাক রোমেন সেইস ও নায়েফ অগুয়ার্ডের চোট চিন্তায় রাখছে মরক্কোর কোচকে। তবে তিনি আশাবাদী খেলার ব্যাপারে।

আরও পড়ুন:আজ দ্বিতীয় সেমিফাইনাল, মুখোমুখি ফ্রান্স বনাম মরক্কো, একনজরে দেখে নেওয়া যাক নজরে থাকবে কারা

 

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version